এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের নেতাদের মাসুদ আজহারের সঙ্গে তুলনা হেভিওয়েট বিজেপি নেতার

তৃণমূলের নেতাদের মাসুদ আজহারের সঙ্গে তুলনা হেভিওয়েট বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বোলপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী করা হয়েছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে। একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে, সাংস্কৃতিজ্ঞ হিসেবে তাঁর যেমন যথেষ্ট পরিচিতি আছে, তেমনি একজন সুবক্তা হিসেবেও তাঁর যথেষ্ট পরিচয় আছে। প্রতিপক্ষের বিরুদ্ধে বক্তব্য রাখার ক্ষেত্রেও তিনি ক্ষুরধার ও ভয়হীন। এবার একাধিক বিষয়ে তিনি কটাক্ষ করলেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। তৃণমূলের নেতাদের আচরণকে মাসুদ আজহারের মত সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করলেন তিনি।

শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা হলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জনসমাজে তিনি বিশেষ পরিচিত আছেন একজন শিক্ষাবিদ হিসেবে, একজন সুবক্তা হিসেবে। তাঁর বিপক্ষে লড়াই করছেন রাজ্যের মৎস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যার স্বপক্ষে আছেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। তাই একার্থে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের আসল যুদ্ধ অনুব্রত মণ্ডলের সঙ্গেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে এবার গণমাধ্যমে অনুব্রত মণ্ডল সম্পর্কে তীব্র কটাক্ষ করলেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন, অনুব্রত মণ্ডলের মত বড় বোমারু সন্ত্রাসবাদী তিনি বাংলার মাটিতে দেখেননি। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা যেভাবে শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল, তাতেই বোঝা যায় যে তৃণমূল কেমন! তৃণমূল নেতারা একাজে মদত দিচ্ছেন, তাঁদের আচরণ মাসুদ আজহারের মত সন্ত্রাসবাদীদের মত বলেই কটাক্ষ করলেন তিনি।

সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন যে, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সম্পর্কে। রাজ্যের শাসক দল তৃণমূলের অভিযোগ, বিশ্বভারতীর উপাচার্য সর্বদা গেরুয়া শিবিরের পক্ষ নিয়ে থাকেন। এ প্রসঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানালেন যে, বিদ্যুৎ বাবু বিজেপি বা আরএসএস-এর ঘনিষ্ঠ ব্যক্তি নন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আনা হয়েছিল তাঁকে। অনির্বান গঙ্গোপাধ্যায় জানালেন, কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি আন্তর্জাতিক স্তরে প্রশংসা পেয়েছে। এই শিক্ষানীতি অত্যন্ত যুগোপযোগী। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে এই শিক্ষা নীতি প্রয়োগ করা হবে।

অনির্বান গঙ্গোপাধ্যায় জানালেন, বোলপুরের মাটি বিশ্বের দুজন প্রবাদপ্রতিম বাংলা সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ও জয়দেবের স্থান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সকলে মনে রেখেছেন। কিন্তু জয়দেবকে অনেকেই ভুলে গেছেন। জয়দেব নিয়ে কিছু বিতর্ক রয়েছে। কিন্তু সকলেই জানেন যে, এখানেই তাঁর জন্মস্থান। বাংলা সাহিত্যের ইতিহাসে একটা বড় সম্পদ হলো জয়দেবের গীতগোবিন্দ। তাই এখানে তিনি জয়দেবের স্মৃতিতে একটি জাতীয় স্তরের বাউল কেন্দ্র গড়ে তুলতে চান। যাতে জয়দেবকে নিয়ে চর্চার ক্ষেত্রে আরও বাড়তে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!