এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > পশ্চিমবঙ্গ কি ক্রমশ হয়ে উঠেছে জঙ্গিদের স্বর্গরাজ্য? তদন্ত করতে গিয়ে টনক নড়ছে গোয়েন্দাদের

পশ্চিমবঙ্গ কি ক্রমশ হয়ে উঠেছে জঙ্গিদের স্বর্গরাজ্য? তদন্ত করতে গিয়ে টনক নড়ছে গোয়েন্দাদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কলকাতা থেকে তিনজন জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের সীমানা পার করে পশ্চিমবঙ্গে এসেছিল এই তিন জঙ্গি। স্বাধীনতা দিবসের আগেই কোন বড়োসড়ো নাশকতা ঘটানোর চেষ্টাতে এরা দেশে এসেছে বলে আশঙ্কা করছেন গোয়েন্দারা। তাদের জেরা করতে গিয়ে আরও দু’জনের সন্ধান পাওয়া গেছে। আর এর মধ্যেই অন্তত ৪০ জন জঙ্গি এসে পড়েছে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের বিভিন্ন রাজ্যে, এমনই দাবি গোয়েন্দাদের।

গোয়েন্দাদের দাবি, পশ্চিমবঙ্গ ও তার নিকটবর্তী রাজ্যগুলিতে অন্ততপক্ষে ৪০ জন জেএমবি জঙ্গি ঘাঁটি গেড়ে বসে আছে। জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করতে গিয়ে আরো দুজন জঙ্গির নাম পাওয়া গেছে। যারা হলো শেখ শাকিল ও সেলিম মুন্সি। তাঁরা জঙ্গিদের লিঙ্কম্যান হিসেবে কাজ করতো। এই তিন জঙ্গীকে আধার কার্ড বানিয়ে দিয়েছিল শেখ শাকিল। সেলিম মুন্সির সঙ্গে সেই তাদের যোগাযোগ করিয়ে দিয়েছিল। কলকাতা পুলিশের এসডিএফ হন্যে হয়ে খুঁজছে তাদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গোয়েন্দাদের অনুমান, জেএমবি নেতা তাসলিমের নির্দেশ মত এই তিন জঙ্গিকে রাজ্যে পাঠানো হয়েছিল। নাজিউর রহমান, রবিউল ইসলাম, মিকাইল তিনজনেই ফেরিওয়ালা সেজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। ফেরিওয়ালা সেজে তলে তলে তথ্য সংগ্রহ, তহবিল বাড়ানো ও সদস্য সংগ্রহের কাজ চলতো। তাদের ঘরে তল্লাশি করে ডাইরি, মোবাইল ও জিহাদী নথি পাওয়া গেছে।

কোন বড়োসড়ো নাশকতার উদ্দেশ্যেই তারা ভারতে এসেছে বলে সন্দেহ গোয়েন্দাদের। শুধু তারাই নয়, এদের সঙ্গে সঙ্গে দেশের সীমানা পার করে আরো বহু জঙ্গী প্রবেশ করেছে রাজ্যে। বিভিন্ন স্থানে আত্মগোপন করে বসে আছে এই জঙ্গিরা, এমনটাই গোয়েন্দাদের সন্দেহ। ইতিপূর্বে মালদহ, মুর্শিদাবাদ থেকে বহু জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। জঙ্গিদের কার্যকলাপ কার্যত রাতের ঘুম কেড়ে নিচ্ছে গোয়েন্দাদের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!