কি হল আজ ডিএ মামলার শুনানিতে? বিশেষ খবর রাজ্য January 16, 2018 ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের করা মামলায় কি ক্রমশই চাপে পরে যাচ্ছে রাজ্য সরকার। গতকাল নতুন করে বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখ ববি শরাফের ডিভিশন বেঞ্চে ডিএ মামলার শুনানি শুরু হয়। প্রথমেই দুই বিচারপতি একের পর এক প্রশ্ন করে অস্বস্তিতে ফেলে দেন সরকারি আইনজীবীদের। তাঁরা পরিষ্কার ভাবে জানতে চান, সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কতটা, কতদিন ধরে বাকি পড়ে রয়েছে বা ছিল? সরকার যদি বলে, যখন সম্ভব হবে তখন দেব, তাহলে তা কতটা যুক্তি বা আইনগ্রাহ্য, তার ব্যাখ্যা প্রয়োজন। কারণ, যে কারণে মহার্ঘ ভাতা দেওয়া হয়, দেরি হলে তার যৌক্তিকতা নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যে বকেয়া মহার্ঘ ভাতা মেটানো হয়েছে, তা কীভাবে দেওয়া হয়? এখনও এই ভাতা কত বাকি বা কেন্দ্রীয় সরকারের মহার্ঘভাতার সঙ্গে রাজ্য কর্মীদের এমন ভাতাপ্রাপ্তির ঠিক তফাত কতটা? পাঁচ বছর পরে যদি প্রাপ্য পাঁচ হাজার টাকা এমন ভাতা দেওয়া হয়, তাহলে এর মূল উদ্দেশ্যটাই কি ব্যাহত হয় না? আরও পড়ুন: কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশা কি কার্যত শেষ? কি হল আজকের মামলার শুনানিতে? আর বিচারপতিদের এহেন প্রশ্নবানের পরে রীতিমত উৎসাহিত রাজ্য সরকারি কর্মীরা। আজ সেই মামলার শুনানি ছিল যেখানে সরকারি উকিলদের বিচারপতিদের তোলা প্রশ্নের উত্তর দিতে হত। কিন্তু রাজ্যের আর্জি মেনে একদিনের জন্য পিছিয়ে বুধবার উঠতে চলেছে ডিএ মামলা বলে জানা যাচ্ছে। ফলে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে, বিচারপতিদের তোলা প্রশ্নে কি ‘চাপে’ পরে গেছে প্রশাসন? কিন্তু মামলা পিছোলেও তা একদিনের জন্যই, ফলে রাজ্য সরকারি কর্মীরা তাকিয়ে কাল বিচারপতিদের প্রশ্নের কি উত্তর নিয়ে হাজির হন সরকার পক্ষ সেদিকেই। আরও পড়ুন: ডিএ নিয়ে হাইকোর্টে বড়ধাক্কা রাজ্য সরকারের, আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা আপনার মতামত জানান -