উত্তরবঙ্গ বিজেপিতে বড় ভাঙন ধরালো শাসকদল বিশেষ খবর রাজ্য January 16, 2018 রাজ্যজুড়ে যখন প্রধান বিরোধী দল হয়ে উঠতে মরিয়া, তখন বিজেপি শীর্ষনেতৃত্বই স্বীকার করে নেয় দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে তাদের সংগঠন অনেক মজবুত। এমনকি আসন্ন পঞ্চায়েত তথা লোকসভা নির্বাচনে যেখানে যেখানে বিজেপি ‘ভালো ফলের’ আশা করছে তার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলি অন্যতম। এছাড়াও বর্তমান রাজ্য বিধানসভায় বিজেপির যে ৩ জন বিধায়ক আছেন তার মধ্যে দুজনই উত্তরবঙ্গ থেকে। এহেন পরিস্থিতিতে উত্তরবঙ্গ বিজেপিতে বড় ভাঙন ধরালো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গের এক ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল কোচবিহারের ১ নং ব্লকের চান্দামারীতে প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। একঝাঁক তৃণমূলের জেলাস্তরের শীর্ষনেতার উপস্থিতিতে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের দলে সাদরে বরণ করে নেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আব্দুল জলিল আহমেদ। যোগদানকারীদের মধ্যে অন্যতম বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক অতুল সরকার, যিনি কোচবিহার জেলা ১ ব্লকের চান্দামারী, ফলিমারী ও মোয়ামারী অঞ্চলের বিজেপি পর্যবেক্ষক ছিলেন বলে ওই খবরে দাবি করা হয়েছে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -