এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান? ঠিক কতটা ক্ষতি করতে পারে? জানুন বিস্তারিত

কখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান? ঠিক কতটা ক্ষতি করতে পারে? জানুন বিস্তারিত


করোনা আবহের মধ্যে বিপদ বাড়িয়ে এবার আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই ঘূর্ণিঝড় আমফান। মনে করা হচ্ছে, এই ঘূর্ণিঝড়ের রোষে যেকোনো জায়গাই পড়তে পারে, কিন্তু কোন কোন উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, তা অবশ্য এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তবে পরোক্ষ প্রভাব যে বাংলায় পড়ছে, এটা মোটামুটি পরিষ্কার। আপাতত পশ্চিমবাংলায় যে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হবার সম্ভাবনা থাকছে সে ব্যাপারে নিশ্চিত করেছেন আবহবিদ্‌রা।

গত বছরের শেষেও আমরা একটি ঘুর্নিঝড়কে আছড়ে পড়তে দেখি সুন্দরবনের উপকূলে, নাম ছিল বুলবুল। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছিল সেই সময় বহু মানুষকে। ঠিক একইভাবে এবারেও জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্রমশ শক্তি সঞ্চয় করছে। শুক্রবার অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এটি এবং শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের বুকে এই গভীর নিম্নচাপ পরিবর্তিত হবে ঘূর্ণিঝড়ে। ভবিষ্যতে বাংলার উপকূলে আছড়ে পড়তে চলেছে এটি বলে মনে করা হচ্ছে।

এই ঝড়ের নামকরণ করেছে থাইল্যান্ড প্রশাসন। তবে মনে করা হচ্ছে, রবিবার পর্যন্ত এই আমফান উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। সোমবার এই ঝড়ের গতিবেগের পরিবর্তন হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে ঘুরে যাবে বলে জানা গেছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, আগামী শনিবার দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগর এর ওপর ঘূর্ণিঝড় আমফান ঘণ্টায় 75 কিলোমিটার বেগে এগোতে থাকবে। রবিবার এই ঝড়ের গতিবেগ বেড়ে হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সোমবার মধ্য বঙ্গোপসাগরে 90 কিলোমিটার হলেও কাছাকাছি অন্ধ্র ও উড়িষ্যা উপকূলে এর গতিবেগ থাকবে 7 কিলোমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, আগামী মঙ্গলবার এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলের কাছাকাছি উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। এই সময় তার গতিবেগ হবে 100 কিলোমিটার। অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে 80 কিলোমিটার গতিবেগের সঙ্গে আমফান এগোতে থাকবে। আবহবিদদের অনুমান, বুধবার এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে অতি শক্তি সঞ্চয় করে।

তবে কোথায় কিভাবে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করবে তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। আবহাওয়াবিদ্‌দের অনুমান, আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে ঘূর্ণিঝড় আসার কারণে। বলা হচ্ছে, মঙ্গলবার থেকে উত্তর ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুরের উপকূলে ঝড়ো হাওয়ার সাথে তুমুল বৃষ্টি শুরু হবে। বুধবার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় শুরু হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

যাঁরা গভীর সমুদ্রে আছেন, তাঁদেরকে 17 তারিখের রাতের মধ্যেই ফিরে আসার জন্য নির্দেশ দিয়েছেন রাজ্য আবহাওয়া দপ্তর। অন্যদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আন্দামান-নিকোবরে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, নভেম্বরে বুলবুল সরাসরি সুন্দরবনে আঘাত করে। যার ক্ষয়ক্ষতির প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি এলাকাবাসীরা। তার মধ্যেই করোনা সংক্রমনের ফলে জীবনযাত্রা এমনিতেই বিপর্যস্ত। তার মধ্যে নতুন করে দুর্যোগের অর্থ কাটা ঘায়ে নুনের ছিটে পড়া। তবে রাজ্য প্রশাসন নিশ্চিত করেছে তাঁরা সর্বতোভাবে এই দুর্যোগ মোকাবিলা করার অবস্থায় রয়েছ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!