এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “এই প্রথম এমন ঘটনা ঘটেছে” বড় ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ শুভেন্দুর!

“এই প্রথম এমন ঘটনা ঘটেছে” বড় ইস্যুতে নির্বাচন কমিশনকে আক্রমণ শুভেন্দুর!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যে কোনো নির্বাচনের আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বৈঠক করা হয়। কিন্তু এবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলেও, তার আগে কোনোরূপ সর্বদলীয় বৈঠক করা হয়নি। যা নিয়ে ইতিমধ্যেই একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। আর এবার সেই বিষয় নিয়েই কমিশনকে আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, অতীতে কখনও এইরকম ঘটনা হয়নি।

প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের দপ্তরের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে নির্বাচন ঘোষণার আগে সর্বদলীয় বৈঠক কেন করা হলো না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন এই প্রসঙ্গে শুভেন্দুবাবু বলেন, “নির্বাচনের আগে নিয়ম অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে আলোচনা করতে হয়। কিন্তু এবার সেই রকম কিছুই হয়নি। 9 তারিখ থেকে নমিনেশন করার ঘোষণা করে দেওয়া হলো। আর সর্বদলীয় বৈঠক করা হলো 13 তারিখ। যা আমার মনে হয় এবার কার্যত নতুন। অতীতে কখনও এইরকম ঘটনা ঘটেনি।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে আরও একবার কমিশনকে চাপে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এমনিতেই বিভিন্ন বিষয়ে আদালতের দ্বারস্থ হয়ে রাজ্যের নয়া নির্বাচন কমিশনারকে নাস্তানাবুদ করে দিচ্ছেন শুভেন্দু অধিকারী। আর এবার সর্বদলীয় বৈঠক না করা নিয়েও কার্যত কমিশনের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!