এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বড়সড় চক্রান্ত, বিরোধী জোটের বৈঠক থেকে কটাক্ষ মমতার!

কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে বড়সড় চক্রান্ত, বিরোধী জোটের বৈঠক থেকে কটাক্ষ মমতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে বলে বারবার অভিযোগ করতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুধু তাই নয়, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন নিয়োগ দুর্নীতির মামলায় আদালতের পক্ষ থেকে বারবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে আরও চাপে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। আর এই পরিস্থিতিতে সেই আদালতের নির্দেশ এবং কেন্দ্রীয় এজেন্সিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেউ কিছু বললেই তাদের পেছনে ইডি, সিবিআই লাগিয়ে দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এদিন পাটনায় বিরোধী মহাজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন বিভিন্ন দলের নেতা-নেত্রীরা। আর সেই সাংবাদিক বৈঠক থেকেই কেন্দ্রীয় এজেন্সি নিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “যা ইচ্ছে, তাই করছে। কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে দিচ্ছে, যাতে কেউ কিছু বলতে না পারে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে গিয়ে আদালতে কেস করছে। আর সেখান থেকে ইডি, সিবিআই দিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিতে চাইলেন যে, সুপরিকল্পিতভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছেন বিজেপি নেতারা। এক্ষেত্রে আদালতে গিয়ে সূক্ষ্মভাবে তারা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর নির্দেশ নিয়ে আসছে। আর রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে এমনকি পঞ্চায়েত নির্বাচনেও যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, তখন তাকে যে খুব একটা ভালো চোখে নিচ্ছেন না তিনি, তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!