এখন পড়ছেন
হোম > রাজ্য > বাংলার গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিলেন ধনকর, সরগরম রাজ্য রাজনীতি!

বাংলার গণতন্ত্র রক্ষার দায়িত্ব নিলেন ধনকর, সরগরম রাজ্য রাজনীতি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় গণতন্ত্র নেই, এই অভিযোগ করতে দেখা যায় রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে। তবে বিরোধীদের সাথে এই একই সুরে রাজ্যের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় রাজ্য পালকেও। আর রাজ্যপালের এই মন্তব্য এখন কার্যত গা সওয়া হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের কাছে। তৃণমূলের পক্ষ থেকে প্রতি সময় বলা হয়, রাজ্যপাল বিজেপির মুখপাত্র হিসেবে কাজ করছে। তবে বিরোধী দল হিসেবে পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে পুন প্রতিষ্ঠা করার যে দায়িত্ব নেওয়ার কথা শোনা যায় বিজেপি নেতাদের গলায়, এবার সেই দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর।

সূত্রের খবর, এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন রাজ্যপাল। আর তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার গণতন্ত্র ধূলিসাৎ হতে দেবেন না বলে জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “বাংলার মানুষকে বলব, আর চুপ করে থাকবেন না। এভাবে বাংলার মাটিতে গণতন্ত্রকে শেষ নিঃশ্বাস ফেলতে দেব না। আমি মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলার গণতন্ত্রকে ধূলিসাৎ হতে দেব না। সংবিধান ও আইনের রক্ষা করব।”

অর্থাৎ রাজ্যপালের এই বক্তব্য থেকেই স্পষ্ট, তিনি এতদিন অনেক কিছু সহ্য করেছেন। তবে এবার সরাসরি তিনি ময়দানে নেমে সরকারের পক্ষ থেকে গণতন্ত্রকে কণ্ঠরোধ করার যে চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। তবে একজন রাজ্যপাল এভাবে সরকারের বিরুদ্ধে মন্তব্য করতে পারেন কিনা, তা নিয়ে শাসকদলের পক্ষ থেকে তোলা হচ্ছে প্রশ্ন। সব মিলিয়ে রাজ্যপালের মন্তব্য ঘিরে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!