এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি দাপুটে তৃণমূল সাংসদের

রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি দাপুটে তৃণমূল সাংসদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –একসময় মুখ্যমন্ত্রীর বিশেষ আস্থাভাজন ছিলেন প্রাক্তন বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বিধায়ক পদ ত্যাগের দিনেও মুখ্যমন্ত্রীর ছবি হাতে তাঁকে দেখা গিয়েছিল। তবে বিজেপিতে যোগ দেওয়ার পরেই পূর্ব দলকে তিনি বেশ কয়েকবার হুঁশিয়ারি দিয়েছেন। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করে সোনার বাংলা গড়ার আহ্বান জানিয়েছেন তিনি। বারবার বিশ্বাসঘাতক তকমা দেওয়া হয়েছিল তাঁকে। এবার হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তীব্র কটাক্ষ ও হুঁশিয়ারি দিলেন তাঁকে।

হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়ে জানালেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলকে হারাতে পারেন, তবে গা থেকে তিনি সাংসদের জার্সি খুলে ফেলে দেবেন। অন্যদিকে, বিজেপিতে যোগদানের পর জেড ক্যাটাগরির নিরাপত্তা দেয়া হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে। এ প্রসঙ্গে প্রসূন বন্দ্যোপাধ্যায় জানালেন যে, জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে অনেক টাকা খরচ হয়। সে টাকা বিজেপি দিচ্ছে না, সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তা করছে কেন্দ্রীয় সরকার। যিনি সত্যিকারের জননেতা, তাঁর নিরাপত্তার প্রয়োজন হয় না। তাঁর সমস্ত কার্যকলাপ, আচার-ব্যবহারে সমস্ত মানুষ এমনকি বিরোধীরাও তাঁকে ভালোবাসে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজীব বন্দ্যোপাধ্যায় একসময় তাঁর সহযোগী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েও তিনি ঘুরেছেন। তিনি প্রশ্ন করেছেন যে, মুখ্যমন্ত্রীর আদর্শকে কি সম্মান দিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়? মুখ্যমন্ত্রীর দলের জার্সি পরে তিনি মন্ত্রী হয়েছেন। কিন্তু বিপদের দিনে মুখ্যমন্ত্রীকে ছেড়ে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করলেন তিনি। তিনি জানালেন যে, এজন্য ডোমজুড়ের মানুষ রাজীব বন্দ্যোপাধ্যায়কে মানবেন না। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, তাঁকে সমর্থন করে থাকেন। তৃণমূলের হয়ে ঝাঁপিয়ে পড়েছে মানুষ।

অন্যদিকে, গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে, তাঁকে যদি তৃণমূল সমুদ্রের এক ঘটি জল কিংবা বট গাছের ঝরা পাতা বলে মনে করে থাকে। তবে তাঁকে নিয়ে এত চিন্তা কেন করছে? তাঁর এই বক্তব্যের প্রত্যুত্তর করলেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোন চিন্তাই করছে না তৃণমূল। তৃণমূলের কেউ রাজীব বন্দ্যোপাধ্যায়কে মেরে হাত গন্ধ করবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে লড়াই করে জয়ী হবে তৃণমূল। এভাবেই আগামী নির্বাচনের প্রাক্কালে প্রাক্তন মন্ত্রীকে প্রবল কটাক্ষ ও হুঁশিয়ারি তৃণমূল সাংসদের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!