এখন পড়ছেন
হোম > জাতীয় > ভোটের কথা মাথায় রেখেই কি বাজেট পেশ? আসাম এবং বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনা

ভোটের কথা মাথায় রেখেই কি বাজেট পেশ? আসাম এবং বাংলার জন্য একগুচ্ছ পরিকল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসামে পরপর বিধানসভা নির্বাচন। তাই বিশেষজ্ঞদের চোখ ছিল এবারের বাজেটে পশ্চিমবঙ্গ এবং আসামের জন্য কি উপহার নিয়ে আসেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার দিকে। প্রত্যাশামতোই এই দুই রাজ্যকে পাখির চোখ করে বড় কিছু না দিলেও গুরুত্বপূর্ণ বেশকিছু ঘোষণা করা হয়েছে। স্বাভাবিকভাবেই ভোটের আগে আজকের বাজেটের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই জোর তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিনের মধ্যেই একুশের বিধানসভা নির্বাচন শুরু হবে বাংলায়। তার আগেই এবারের বাজেটে রাজ্যের 675 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়ক নির্মাণের পাশাপাশি অর্থনৈতিক করিডোর তৈরি হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

এর জন্য বরাদ্দ হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে 25 হাজার কোটি টাকা। পাশাপাশি আসামকেও নজর রেখে ঘোষণা করা হয়েছে নতুন পরিকল্পনার। বর্তমানে আসামে 19 হাজার কোটি টাকার সড়ক নির্মাণ চলছে। এছাড়া আগামী 3 বছরে আরও 34 হাজার কোটি টাকা খরচে 1300 কিলোমিটার রাস্তা তৈরি করা হবে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পাশাপাশি রেল নিয়েও ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সুখবর জানিয়ে রাখলেন পশ্চিমবঙ্গের জন্য। তিনি জানিয়েছেন, খড়গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত একটি ইস্ট-কোস্ট ফ্রেট করিডর নির্মাণ হবে। এছাড়া এই করিডোরে যুক্ত হবে খড়গপুর এবং ডানকুনি। একইসঙ্গে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের গোমো ডানকুনি শাখা নিয়েও আলোচনা হয়েছে বাজেটে।

এছাড়াও পশ্চিমবঙ্গ এবং আসাম চা শ্রমিকদের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে। যার মধ্যে বিশেষ জোর দেওয়া হচ্ছে মহিলা এবং শিশুদের। সম্প্রতি উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য বড়োসড়ো ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এবার সেই ঘোষণারই পাল্টা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজকের বাজেটে ভারতীয় রেলের বিভিন্ন খাতে খরচের জন্য 1 লক্ষ 10 হাজার 55 কোটি টাকা বরাদ্দ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যার মধ্যে শুধুমাত্র মূলধনী খরচ হিসাবে ব্যয় হবে 1 লক্ষ 7 হাজার 100 কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ভারতীয় রেল পরিষেবার নতুন নকশা সামনে আনলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাধারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পূর্ব-পশ্চিম ফ্রেইট করিডোর নির্মাণের জন্য যেমন 2022 সালের জুন মাস পর্যন্ত সময় নিয়েছেন, সেরকমই 2030 সালের মধ্যে রেলের নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, 2023 সালের ডিসেম্বর মাসের মধ্যে 100% বিদ্যুৎ পরিচালিত ব্রডগেজ লাইন তৈরির কাজ শেষ হবে। বেশ কিছু শহরে মেট্রো রেল পরিষেবার জন্য বরাদ্দ ঘোষণা হয়েছে আজকে। যেমন কোচি মেট্রোরেলের দ্বিতীয় পর্যায়ে 1957 কোটি টাকা খরচ হবে প্রায় সাড়ে 11 কিলোমিটারের জন্য বলে জানা গিয়েছে।

অন্যদিকে চেন্নাই মেট্রোরেলের ইতিমধ্যেই 118.9 কিলোমিটার রেলপথের জন্য 63 হাজার 286 কোটি টাকা বরাদ্দ হয়েছে আজকের বাজেটে। বিশেষজ্ঞরা মনে করছেন একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে যেমন পশ্চিমবাংলার জন্য বেশকিছু ঘোষণা হয়েছে আজকের বাজেটে, ঠিক সেরকমই আগামী বছর আসামের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করে দিল গেরুয়া শিবির। তবে এখন দেখার, বাজেটের হাত ধরে বাংলার মানুষ একুশের নির্বাচনে বাংলার দায়িত্ব বিজেপি সরকারের হাতে তুলে দেয় কিনা!

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!