এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল ইন্ডিয়া টুডের সমীক্ষা – কি হতে চলেছে আগামী লোকসভায়?

সামনে এল ইন্ডিয়া টুডের সমীক্ষা – কি হতে চলেছে আগামী লোকসভায়?


গত শনিবার সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ও কার্ভি ইনসাইটস মিলিতভাবে আগামী লোকসভা উপলক্ষে একটি সমীক্ষা প্রকাশ্যে নিয়ে আসে। সেই সমীক্ষা তিনটি রাজনৈতিক সমীকরণ অনুযায়ী করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কি বলছে সেই সমীক্ষা।

প্রথম সমীকরণ –
সংস্থাটি ধরে নিয়েছে ২০১৪ সালে এনডিএ, ইউপিএ ও অন্যান্যরা যে যেভাবে লড়েছিল, ২০১৯ সালেও সেই একই জোট-সমীকরণে যদি লড়াই করে তাহলে কি হবে? এই সমীকরণে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টিকে এনডিএ বা ইউপিএ কোনো জোটেই রাখা হয় নি। এই সমীকরণে সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য ফলাফল হতে পারে –
এনডিএ – ২৮১ (৩৬%)
ইউপিএ – ১২২ (৩১%)
অন্যান্য – ১৪০ (৩৩%)

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

দ্বিতীয় সমীকরণ –
এক্ষেত্রে সংস্থাটি ধরে নিয়েছে ভোট পূর্ববর্তী বা পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি ইউপিএর সঙ্গে জোটে যাবে। তাহলে চিত্রটা কি দাঁড়াতে পারে –
এনডিএ – ২২৮ (৩৬%)
ইউপিএ – ২২৪ (৪১%)
অন্যান্য – ৯১ (২৩%)

তৃতীয় সমীকরণ –
এক্ষেত্রে সংস্থাটি ধরে নিয়েছে এনডিএ দক্ষিণ ভারতে দুটি নতুন শরিক খুঁজে পাবে। প্রথমটি তামিলনাড়ুর এআইএডিএমকে ও দ্বিতীয়টি তেলেঙ্গানার কে চন্দ্রেশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। সেক্ষেতে সমীক্ষা অনুযায়ী ফলাফল হতে পারে –
এনডিএ – ২৫৫ (৪১%)
ইউপিএ – ২৪২ (৪৩%)
অন্যান্য – ৪৬ (১৬%)

সংস্থার দাবি, ভোট পরবর্তী সময়ে ওড়িশার বিজেডি এনডিএকে সমর্থন করলেই সেক্ষেত্রে সরকার গঠনে আর কোনো বাধা থাকবে না নরেন্দ্র মোদির। ওই সমীক্ষাতেই প্রধানমন্ত্রী হিসাবে পছন্দ কে প্রশ্নের উত্তরে নরেন্দ্র মোদিকে সমর্থন জানিয়েছেন ৪৯%, অন্যদিকে দ্বিতীয়স্থানে থাকা রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছেন ২৭% মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!