এখন পড়ছেন
হোম > রাজ্য > বড়সড় ‘পরিবর্তন’ আসতে চলেছে সিভিক ভলান্টিয়ারদের জন্য – জেনে নিন বিস্তারিত

বড়সড় ‘পরিবর্তন’ আসতে চলেছে সিভিক ভলান্টিয়ারদের জন্য – জেনে নিন বিস্তারিত


আবারও ‘সিভিক ভলান্টিয়ার্স’ পদের নাম পরিবর্তন। এবারে পরিবর্তিত নাম ‘জুনিয়র হোমগার্ড’। একই সাথে তাদের পোষাকেরও বদল হবে। এর আগেও দু’বার এই পদের নাম পরিবর্তন হয়েছে। প্রসঙ্গত স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র, স্বরা‌ষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্যকে চিঠি দিয়ে ‘সিভিক ভলান্টিয়ার্স’নামটি পরিবর্তনের প্রস্তাব দেন। ঐ চিঠিতে আরোও বলা হয় যে ‘সিভিক ভলান্টিয়ার্স’র নাম পরিবর্তন করে হোক ‘জুনিয়র হোমগার্ড’।

উল্লেখ্য ২০১৩ সালে রাজ্য সরকার লক্ষাধিক বেকার যুবক-যুবতীকে পুলিশের সহযোগী হিসাবে নিয়োগ করে। তখন এই পদের নামকরণ হয়েছিলো ‘সিভিক পুলিশ ভলান্টিয়ার্স’। এরপরে ২০১৫ সালে স্বরাষ্ট্র দফতর ‘পুলিশ’  শব্দটি বাতিল করে শুধু  ‘সিভিক ভলান্টিয়ার’ লেখার নির্দেশ জারি করে। এবার সেই নামের ও পরিবর্তন করে রাজ্য পুলিশের ডিজির প্রস্তাবকে অনুমোদন করলে ‘সিভিক ভলান্টিয়ার’ এর নাম হবে  ‘জুনিয়র হোমগার্ড’।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

একই সাথে আকাশী রঙের টি শার্টে লেখা সিভিক ভলান্টিয়ার পোষাকের ও পরিবর্তন হয়ে ‘হোমগার্ডদের’ মতো খাকি উর্দি হওয়ার সম্ভবনা রয়েছে। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরেই  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘সিভিক ভলান্টিয়ারদের বেতন  বেতন ৫৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ৮০০০ টাকা করার কথা ঘোষণা করেছেন । মনে করা হচ্ছে খাকি পোশাক হলে এই পদের মাণ্যতাও বৃদ্ধি পাবে। এদিকে লালবাজার সূত্রে জানা গিয়েছে শহরের সরু গলিপথে সাইকেলে চেপে টহল দেবেন ‘সিভিক ভলান্টিয়ার’। এর জন্য থানায় সাইকেল রাখা থাকবে । কঠিন পরিস্থিতি মোকাবিলার জন্য তাদের প্রশিক্ষণ ও দেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!