এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছুড়লো দুষ্কৃতীরা

এবার তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ছুড়লো দুষ্কৃতীরা

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তৃণমূল নেতা সাধন মণ্ডল৷ তিনি বীরভূমের আমোদপুরের সাংড়ার অঞ্চল সভাপতি৷ অভিযোগ সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তাতে জয়লাভ ও পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের শারীরিক সুস্থতার জন্য দলীয় কার্যালয়ে একটি যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এরপর যজ্ঞ শেষ করে খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার সময় বোমা ছোঁড়ে দুই দুষ্কৃতী। কিন্তু তিনি ব্যিক থেকে পরে যান সামনের একটি জঙ্গলে। এই সুযোগে দুষ্কৃতীরা পালায়।তাদের দেখতে না পেলেও সাধনবাবু একে বিরোধীদের চক্রান্ত বলে মনে করছেন। এই বিষয়ে তৃণমূল নেতা সাধন মণ্ডল বলেন, ‘‘কার্যালয়ে যজ্ঞ শেষ হওয়ার পর সেখানে খাওয়া দাওয়া করে একাই বাড়ি ফিরছিলাম৷ এরপর সোমসা গ্রামের কাছে আসতেই হঠাৎ করেই আমার বাইকের সামনে একটি বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ রাতের অন্ধকারে ঠিক মত দেখতে না পেলেও একটি বাইকে দুইজনকে আমি যেতে দেখেছি৷ দুষ্কৃতীদের ছোঁড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ার ফলেই আমি প্রাণে বেঁচে যায়৷ আমাকে প্রাণে মেরে ফেলার জন্যই চক্রান্ত করেছিল বিরোধীরা৷ এর পর আমি আমার দলের কর্মীদের বিষয়টি জানায়৷ রাতেই ঘটনাস্থলে ছুটে এসেছিলেন আমোদপুর পুলিশ ফাঁড়ির আইসি রঞ্জিত বাউড়ি৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!