এখন পড়ছেন
হোম > অন্যান্য > কি বলছে আজকের রাজ্য এবং দেশের আজকের করোনা রিপোর্ট? দেখে নিন একনজরে

কি বলছে আজকের রাজ্য এবং দেশের আজকের করোনা রিপোর্ট? দেখে নিন একনজরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্রিটেন ফেরত বিমান যাত্রীদের মধ্যে ইতিমধ্যেই কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে করোনার নতুন স্ট্রেনের খোঁজ পাওয়া গেছে। তবে আমাদের দেশের করোনার গ্রাফ বেশ কিছদিন ধরেই নিম্নমুখী। দেশের সঙ্গে সঙ্গে রাজ্যেও করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছু কমেছে। নতুন বছরের শুরুতেই অক্সফোর্ড -অস্ট্রাজেনেকা এবং ভারত বায়োটেক ভ্যাকসিন পেল অনুমোদন। আসুন দেখেনি কেমন রয়েছে কোরোনা পরিস্থিতি গত ২৪ ঘণ্টায়।

দেশে নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৮১৩৯ জন, কালকের তুলনায় সংখ্যাটা কিছুটা কমেছে। কাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০৩৪৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২০৫৩৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৩৪জনের। এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২,২৫,৪৪৯।

গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৩৫,৩৬৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের তরফে। রাজ্যগুলির মধ্যে দৈনিক করোনা সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কেরালা, সেখানে গত ২৪ ঘণ্টায় ৫০৫১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর পর রয়েছে মহারাষ্ট্র, সেখানে ৩৭২৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত ২৪ ঘণ্টায়, পশ্চিমবঙ্গে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯২১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮৬৮। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫,৫৮,১৭৩ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা মুক্ত হয়েছেন ১২৯৫ জন। নতুন করে ১৮ জন প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮৪৭৬ জন। ৬ দিন টানা রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০০ এর নিচে রয়েছে। রাজ্যের সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৬.৭১%। গত ২৪ ঘণ্টায় ৩৫,৮৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের বুলেটিনে। রাজ্যে দৈনিক সংক্রমণ এর দিক থেকে শীর্ষে আছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় ২৪০ জন নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে উত্তর ২৪ পরগনার।

এর পরেই রয়েছে উত্তর ২৪ পরগনার নাম, সেখানে নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে ২২৩ জন। এর পর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা সেখানে একেন্তের সংখ্যা ৭২, তারপরই নদীয়া সেখানে আক্রান্ত ৫৩, হুগলিতে ৫১। বাকি সমস্ত জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৫০ এর কম। সক্রিয় করোনা আক্রান্ত এর সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে কলকাতার নাম। দৈনিক মৃত্যুতেও শীর্ষে কোলকাতা, সেখানে ৬ জন প্রাণ হারিয়েছে কোরোনা ভাইরাসের আক্রমণে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!