এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মায়ের কাছে যা চাওয়ার চেয়েছি” উধাও অনুব্রতর দেখা মিলল তারাপীঠে!

“মায়ের কাছে যা চাওয়ার চেয়েছি” উধাও অনুব্রতর দেখা মিলল তারাপীঠে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচন কমিশনের নজরবন্দির মধ্যে রয়েছেন তিনি‌। কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করেই বুধবার সকলের চোখ এড়িয়ে উধাও হয়ে যান অনুব্রত মণ্ডল। যার ফলে কার্যত শোরগোল পড়ে যায় নানা মহলে। নির্বাচন কমিশন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী তৎপরতা শুরু করে দেয়। প্রায় তিন ঘণ্টা পর বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেখা মেলে তারাপীঠ মন্দিরে। যেখানে মায়ের কাছে নির্বাচনের আগের দিন পুজো দিতে দেখা যায় বীরভূমের কেষ্টকে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালে হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনুব্রত মণ্ডল। নির্বাচন কমিশনের নজরদারির কারনে তার পেছনে ছিল কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ি। কিন্তু রাস্তায় যানজট থাকার কারণে কিছুটা এগিয়ে যায় অনুব্রত মণ্ডলের গাড়ি। স্বাভাবিক ভাবেই এর ফলে ছন্দ হারিয়ে ফেলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী। মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায় অনুব্রত মন্ডলের কনভয়।

আর আর এর ফলে নানা মহলে গুঞ্জন তৈরি হয়। নির্বাচন কমিশনের নজরদারিতে কোথায় উধাও হয়ে গেলেন অনুব্রত মণ্ডল, তা নিয়ে তৈরি হয় প্রশ্ন। অবশেষে বেশ কিছুক্ষন সময় পর তারাপীঠ মন্দিরে পুজো দিতে দেখা যায় তাকে। এত উৎকণ্ঠার মধ্যে তিনি কোথায় ছিলেন, কি প্রার্থনা করলেন মায়ের কাছে? এদিন এই প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, “তারাপীঠে পুজো দিতে এসেছিলাম। মায়ের কাছে যা চাওয়ার চেয়েছি। এটা সবাইকে বলার নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, অনুব্রত মণ্ডলকে নিয়ে বারবার সমস্যায় পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। ভোটের আগে সেই অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। আর এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলকে এবার কমিশনের পক্ষ থেকে নজরদারি করার পরে তিনি হঠাৎ করে উধাও হয়ে যান। তবে তারপর তার দেখা মেলে তারাপীঠ মন্দিরে।

তবে ভোটের আগের দিন তারাপীঠ মন্দিরে অনুব্রত মণ্ডল কি প্রার্থনা করলেন, তা অনেকের কাছেই কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে সেই কৌতূহলকে নিভৃত করে মায়ের কাছে তিনি যা চেয়েছেন, তা কোনোমতেই বাইরে প্রকাশ করবেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!