এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > টিভি, ফ্রিজ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর!

টিভি, ফ্রিজ দিয়ে ভোট কেনার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অধীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাত পোহালেই নির্বাচন মুর্শিদাবাদ জেলায়। অষ্টম তথা শেষ দফার নির্বাচনকে শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। কিন্তু শেষ দফার নির্বাচনের আগেও রাজনৈতিক তরজা কমছে না কিছুতেই। অভিযোগ, পাল্টা অভিযোগকে কেন্দ্র করে সরগরম হতে দেখা যাচ্ছে রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূলের বিরুদ্ধে টিভি এবং ফ্রিজ দিয়ে ভোট কেনার অভিযোগ করলেন মুর্শিদাবাদের শাহেনশা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।

আর তার এই অভিযোগকে কেন্দ্র করে এখন রীতিমত সরগরম হয়ে উঠেছে গোটা মুর্শিদাবাদ জেলা। তৃণমূলের বিরুদ্ধে যেভাবে ভোট কেনার অভিযোগ করলেন অধীরবাবু, তাতে শাসকদল যে শেষ দফার নির্বাচনের আগে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, বুধবার নিজের বাড়ি থেকে ভার্চুয়াল মাধ্যমে একটি সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে ভোট কেনার অভিযোগ তোলেন তিনি। অধীর চৌধুরী বলেন, “শেষ দফার ভোটে মুর্শিদাবাদের জয় নিশ্চিত করতে যত রকমের সংকীর্ণতা, ধৃষ্টতা সম্ভব, সেটা চেষ্টা করছে তৃণমূল। চালাকি করে যত রকম ভাবে সম্ভব মানুষকে প্রলোভন দেওয়া, ধাপ্পা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী বলছেন, ফ্রিজ দেব, টিভি দেব। ভোটের জন্য মানুষকে ফ্রিজ এবং টিভি দিয়ে দিচ্ছে তৃণমূল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর নির্বাচনের ঠিক আগের দিন তৃণমূলের বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর এই অভিযোগ যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এমনিতেই শাসকদলের বিরুদ্ধে নির্বাচনের আগে ভয়াবহ অভিযোগ তুলতে শুরু করে বিরোধীরা। তবে মুর্শিদাবাদ জেলা যখন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, তখন সেখানে ভোটব্যাঙ্ক শক্তিশালী করতে মাঠে নামতে দেখা গেছে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আর এই পরিস্থিতিতে ভোটের আগের দিন বিভিন্ন জিনিস দিয়ে মানুষকে প্রলোভন দেখানো হচ্ছে বলে শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অধীর রঞ্জন চৌধুরী।পর্যবেক্ষকদের মতে, এবারের বিধানসভা নির্বাচনের প্রধান লড়াই হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। সেদিক থেকে বাম, কংগ্রেস এবং আইএসএফ মিলে জোট গঠন করে সংযুক্ত মোর্চা নাম দিয়ে তৃণমূল এবং বিজেপিকে আটকাতে তৎপর। কিন্তু তা সত্ত্বেও তারা কতটা ভালো ফলাফল করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তবে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার এখানে ত্রিমুখী লড়াই হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর তার মাঝেই ভোটের আগের দিন অধীর রঞ্জন চৌধুরীর তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গোটা পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!