এখন পড়ছেন
হোম > জাতীয় > বিধর্মীরা লাভ জেহাদে হিন্দু মেয়েদের ‘ফাঁসালেই’ মৃত্যু অবধারিত! যোগীর হুমকিতে শোরগোল দেশ জুড়ে

বিধর্মীরা লাভ জেহাদে হিন্দু মেয়েদের ‘ফাঁসালেই’ মৃত্যু অবধারিত! যোগীর হুমকিতে শোরগোল দেশ জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে লাভ জেহাদ রুখতে সম্প্রতি কড়া ব্যবস্থা গ্রহণ করেছে অসম সরকার। লাভ জেহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লাভ জেহাদ বিষয়ে আসামের পর কড়া বক্তব্য রাখতে গেলে উত্তরপ্রদেশ সরকারকে। যেসব মুসলমান যুবক নিজেদের পরিচয় গোপন করে হিন্দু মেয়েদের প্রেমের জালে ফেলছে, গতকাল শনিবার তাদেরকে কঠোর বার্তা দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাদের সতর্ক করে দিয়ে জানালেন যে, তারা যদি নিজেদের ভুল না শোধরান, তবে মৃত্যুর মিছিল শুরু হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বক্তব্যে শোরগোল পড়ে গেল দেশজুড়ে।

সম্প্রতি, উত্তরপ্রদেশের এক মহিলা বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন। বিয়ের কারণে এই মুসলিম মহিলা একমাস আগে ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়েছিলেন। ধর্মান্তরের পর থেকেই বিভিন্ন মানুষ তাঁকে হুমকি দিয়েছিল। শেষ পর্যন্ত আদালতে যান এই দম্পতি। আদালতে তাঁদের নিরাপত্তা চেয়ে আবেদন জানান তাঁরা। কিন্তু তাঁদের সে আবেদন খারিজ করে দেয় আদালত।

আদালতের পক্ষ থেকে জানানো হয় যে, এই মুসলিম মহিলা শুধুমাত্র বিয়ে করবার কারণেই ধর্মান্তরিত হয়ে হিন্দু হয়েছেন। বিয়ের জন্য ধর্মান্তর আদালতের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত নয়। আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয় যে, বিয়ের জন্য ধর্মান্তরিত হওয়াকে আদালত বৈধ বলে মনে করে না। একারণেই সংবিধানের ২২৬ নম্বর ধারা অনুযায়ী এই বিষয়ে হস্তক্ষেপ করবে না আদালত। আদালতের এই রায়ের পর লাভ জেহাদ বিরোধী আইন প্রবর্তনের কথা জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অসমে ইতিমধ্যেই যে পদক্ষেপ নেওয়া হয়েছে। লাভ জেহাদ রুখতে মৃত্যুদণ্ডর মতো শাস্তিদানের বিষয়েও চিন্তা ভাবনা করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল শনিবার এলাহাবাদ হাইকোর্টের এই বিশেষ রায়ের কথা উল্লেখ করে লাভ জেহাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদ সংস্থা এএনআইএর সূত্র থেকে জানা যাচ্ছে যে, উত্তরপ্রদেশের এক সভায় গতকাল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন যে, এলাহাবাদ হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে, বিয়ের জন্য ধর্মান্তর কখনোই বাধ্যতামূলক নয়। এবার সরকার লাভ জেহাদ বন্ধ করতে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এ বিষয়ে আইন প্রণয়নের কথা তিনি জানালেন।

গতকাল লাভ জেহাদ বিষয়ে তাঁর এই মন্তব্যের পর এক বিতর্কিত মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যেখানে তিনি বললেন, ” যারাঁ নিজেদের পরিচয় গোপন করছ হিন্দু বোনেদের সম্মান নিয়ে খেলছেন, তাঁরা যদি নিজেদের পথ না বদলায়, তাহলে ‘রাম-নাম সত্য হ্যায়ের’ যাত্রা শুরু হবে।” লাভ জেহাদ নিয়ে করা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই বক্তব্যকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল দেশজুড়ে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহুবার বিরোধীরা ‘কট্টর হিন্দুত্ববাদী’ বলে আখ্যা দিয়েছে। তাঁর এই বিতর্কিত মন্তব্যের পর তাঁর বিরুদ্ধে সরব হলো বিভিন্ন মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!