এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগেই জোড়া কৃষক আত্মহত্যা ঘুম ওড়াতে পারে শাসকদলের

পঞ্চায়েতের আগেই জোড়া কৃষক আত্মহত্যা ঘুম ওড়াতে পারে শাসকদলের


পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার রসুলপুর এলাকার অধিবাসী কৃষক বীরসিং সরেন (৪৫) বোরো ধান ও আলুর ফলন আশানরূপ না হওয়ায় দেনার দায়ে আত্মঘাতী হলেন। মৃত কৃষক বীরসিং সোরেনের দাদা বৈদ্যনাথ সরেন এদিন সংবাদমাধ্যম কে বললেন, “ক্ষেতমজুরের কাজ করত বীরসিং। গতবার বোরো ধান ও আলু চাষ করেছিল সে। কিন্তু ফলন ভালো না হওয়ায় ঋণগ্রস্ত হয়ে পড়ে বীরসিং।” উল্লেখ্য প্রতি বছরের মতো এ বছরেও বীরসিং প্রায় পাঁচ বিঘা জমিতে আলু চাষ করেন। কিন্তু ফসলের ফলন আশানরূপ না হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেন তিনি। এদিকে কৃষিকাজের জন্যে প্রায় ৭০ হাজার টাকা ধার করেছিলেন তিনি। সোমবার বীরসিং বিষ খেয়ে ফেলেন । তড়িঘড়ি তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেদিন রাতে হাসপাতালে বীরসিং এর মৃত্যু হয়। অপর আত্মঘাতী কৃষক বাপন মাঝি পূর্ব বর্ধমান মন্তেশ্বর শুশুনিয়া এলাকার অধিবাসী।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মৃত কৃষক বাপন মাঝি’র কাকা যুগান্তর মাঝি বললেন বাপন মাঝি ক্ষেতমজুরের কাজ করত। জানা গেলো অপর আত্মঘাতী কৃষক রীরসিং এর মতো তিনিও ৭০ হাজার টাকা ধার করেছিলেন। মানসিকভাবে অবসাদগ্রস্থ হয়ে তিনি শনিবার বিষ খায়। এরপরে চিকিৎসার জন্যে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর রবিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয় । পৃথক ভাবে দুটি প্রাণহানীর ঘটনার পরে পূর্ব বর্ধমান জেলা কৃষকসভার সম্পাদক সৈয়দ হোসেন বললেন, “এই জেলায় ২০১১ সালে ঋণের দায়ে ১২২ জন মারা গিয়েছিল। কেন্দ্র ও রাজ্য সরকারের কৃষক বিরোধীনীতির জন্য এই ঘটনাগুলি একের পর এক ঘটছে। কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছে না ও বাত্‍সরিক আয়ও বৃদ্ধি হচ্ছে না। বহুবার আন্দোলন করেও কোনও লাভ হয়নি কৃষকদের।” তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর কৃষকদের জন্য অনেক কিছু করেছে। অনেক সুবিধাও পেয়েছে কৃষকরা।” তবে কৃষক মৃত্যুর বিষয়ে কোনো খবর তাঁর জানা নেই। সহ-কৃষির অধিকর্তা জগন্নাথ চট্টোপাধ্যায় বললেন, “আলু ও ধান চাষ নিয়ে খুশিতেই ছিল কৃষকরা। কোনও কৃষক এই বিষয় নিয়ে আত্মহত্যা করতে পারে না। আত্মহত্যার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!