এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘চাটনিদাদুর’ বুদ্ধিতে চলে এ রাজ্যে কিস্যু করতে পারবে না বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়

‘চাটনিদাদুর’ বুদ্ধিতে চলে এ রাজ্যে কিস্যু করতে পারবে না বিজেপি: পার্থ চট্টোপাধ্যায়


বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের দল পরিবর্তনের আগে অবধি তৃণমূল কংগ্রেস দলের সদস্য থাকাকালীন দলের অপর নেতা পার্থ চট্টোপাধ্যায়ের সাথে সুসম্পর্ক ছিলো। মুকুল রায়ের আশ্চর্যজনকভাবে দল পরিবর্তনের ঘটনায় সেই সুসম্পর্কেও চিড় ধরে। এখন দুই বিরোধী দলের সদস্য একে অন্যের ত্রুটি খুঁজে বের করতে সবসময় তৎপর। দলের প্রকাশ্য সমাবেশে তৃণমূল কংগ্রেস দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিজেপি নেতা মুকুল রায়কে ‘চাটনিদাদু’ বলে টীপন্নি কাটেন। এদিন পার্থ বাবু বললেন,”দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে চাটনিদাদু আজ রাজ্যপালের কাছে গিয়েছিলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ওরা রাজ্যপালকে প্রভাবিত করার চেষ্টা করছে। কিন্তু শত চেষ্টা করেও চাটনিদাদুর বুদ্ধিতে চলে এ রাজ্যে কিস্যু করতে পারবে না বিজেপি। কারণ, আমাদের দলটার নাম তৃণমূল, যাঁর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে দাবি করে পার্থ বাবু বললেন, ”বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞকে ভয় পাচ্ছেন। তাই পরিকল্পিতভাবে রাজ্যে হিংসা ছড়ানোর চেষ্টা করছে। তবে শত চেষ্টা করেও লাভ হবে না।” উল্লেখ্য সোমবার মালদহ জেলার প্রাক্তন জেলা সভাধিপতি উজ্জ্বল চৌধুরী দল পরিবর্তন করে বিজেপিতে যোগদান করলেন। এদিন মুকুল রায় বিজেপি দলের আভ্যন্তরীণ বৈঠকে তৃণমূল বিরোধী বহু মন্তব্য করেছেন। মুকুল রায়ের এ হেন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে পার্থ বাবু বললেন, ”মনে রাখবেন যত গর্জায়, তত বর্ষায় না। চাটনিদাদুর হালটাও তেমনই।” বিজেপির নাম উল্লেখ করে সাম্প্রদায়িক দল আখ্যায়িত করে পার্থ বাবু জানালেন, “হালে পানি পাচ্ছে না বলে সিপিএম এবং কংগ্রেসও গোপনে ওদের ইন্ধন জোগাচ্ছে।বিরোধীরা আইনের শাসনকে ভয় পাচ্ছে বলেই রাজ্যে হিংসা ছড়িয়ে নির্বাচন প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে।পরাজয় নিশ্চিত জেনেই ওরা বন্দুক, তলোয়ার নিয়ে রাস্তায় নেমে পরিকল্পিতভাবে হিংসা ছড়ানোর চেষ্টা করছে।” বিভিন্ন জেলায় মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়ে সরকার পক্ষ ও বিরোধী পক্ষের দলের নানা বিচ্ছিন্ন ঘটনার কথা উল্লেখ করে দলের এই শীর্ষ নেতাকে সাংবাদিকেরা প্রশ্ন করলে একরকম উত্তেজিত হয়ে প্রশ্নরত সাংবাদিকের উদ্দেশ্যে বেশ আক্রমনাত্মকভাবে তিনি বললেন, ”এমন প্রশ্ন করবেন না, যাঁর উত্তর আমি দিই না।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!