এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি বিজেপিতে যেতে চলেছেন সিঙ্গুরের মাস্টার মশাই, বিধায়কের মন্তব্যে জোর জল্পনা!

এবার কি বিজেপিতে যেতে চলেছেন সিঙ্গুরের মাস্টার মশাই, বিধায়কের মন্তব্যে জোর জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্যাপক টালবাহানার পর গতকাল রবিবার হুগলি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হল। কমিটি ঘোষণা করলেন তৃণমূল সাংসদ ও জেলা সংগঠনের চেয়ারম্যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও, এই কমিটি গঠনের কাজটি তিনদিন আগেই গত বৃহস্পতিবার হয়ে যাবার কথা ছিল। সেদিন জেলা পার্টি অফিসে বসে নতুন কমিটির তালিকা পড়তেও শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেসময় হঠাৎ একটি ফোন আসে। ফোন আসার পরই তিনি কমিটি ঘোষণা স্থগিত করে দেন। এরপর থেকেই এই কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নানা রকম বিতর্ক উঠেছিল। এরপর গতকাল নতুন কমিটি ঘোষিত হল তৃণমূলে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ঘোষিত এই কমিটিতে স্থান পেয়েছেন অনেক নতুন মুখ। তবে, এই কমিটি ঘোষণার পর থেকেই দলের প্রতি যথেষ্ঠ ক্ষুব্ধ হয়ে পড়েছেন দলের বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

হুগলি জেলায় তৃণমূল মাদারের ৩১ টি ব্লক টাউনের মধ্যে ১৮ টিতেই সভাপতি বদল করা হলো। আবার জেলাজুড়ে যুব তৃনমূলের বেশকিছু সভাপতির বয়স ৪০ বছর পেরিয়ে যাওয়ায় অনেকগুলো ব্লক ও টাউনে সভাপতি বদল করা হলো। তৃণমূল মাদারের ধনেখালি, সিঙ্গুর, আরামবাগ, বলাগড় ব্লক ও কোন্নগর, তারকেশ্বর শহরে সভাপতি বদল করা হলো। নতুন জেলা কমিটি ঘোষিত হতেই বাড়লো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। এমনিতেই হুগলি জেলায় তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ব্যাপক আকার ধারণ করেছে। যা মেটাতে কখনো কখনো হাত লাগাতে হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে। অনেকে বলে থাকেন হুগলি জেলায় যত জন বিধায়ক আছেন, ততগুলো গোষ্ঠী আছে তৃণমূলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল নতুন জেলা কমিটি ঘোষণার পর থেকেই দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য। এরজন্য দলত্যাগের হুমকি পর্যন্ত দিলেন তিনি। তাঁর বাড়িতে গনমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, ” অবিলম্বে এই কমিটি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করে কোনও পরিবর্তন না করে, তবে দল নিয়ে চিন্তা করে ভিন্ন দলে যেতে পারি কি না সেটা আমাদের ভেবে দেখতে হবে।” জেলার নতুন কমিটি নিয়ে বক্তব্য রাখলেন জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, বিধায়ক রবীন্দ্রনাথ বাবুর কথা তিনি শুনেছেন। তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের কাছেও এ বিষয়টি জানাবেন তিনি। তিনি আশা করছেন যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে। এভাবে তাঁর ক্ষোভ মেটাতে সচেষ্ট হলেন জেলা সভাপতি দিলীপ যাদব।

এদিকে হুগলী জেলাতে বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য ও বেচারাম মান্নার দীর্ঘসময়ের বিরোধ রয়েছে। বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য দলের বিরুদ্ধে সরব হয়েছেন বহুবার। একবার তাঁকে বলতে শোনা গিয়েছিল যে, তিনি নিজে যেহেতু কোনো দুর্নীতি করেন না, তাই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকতে পারবেন না তিনি। এবার জেলা কমিটি ঘোষণার পর তিনি দলের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে চলেছেন, সেদিকেই দৃষ্টি সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!