এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > চালে ভুল হচ্ছে পিকের? ২১ এর আগে দলের অন্দরেই উঠছে প্রশ্ন! ফসল ঘরে তুলতে মরিয়া বিজেপি

চালে ভুল হচ্ছে পিকের? ২১ এর আগে দলের অন্দরেই উঠছে প্রশ্ন! ফসল ঘরে তুলতে মরিয়া বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট2021 এর বিধানসভা নির্বাচনের আগে ক্রমেই তৃণমূলের বিভাজন স্পষ্ট হতে শুরু করেছে। শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা চললেও সেই শুভেন্দু অধিকারী দলের সক্রিয় হওয়া গুরুত্বপূর্ণ বলে দাবি করছেন তৃণমূলের সিংহভাগ কর্মী সমর্থক। কিন্তু কোনোমতেই তাকে সক্রিয় করার জন্য তৃণমূলের বর্তমান নীতিনির্ধারক প্রশান্ত কিশোর বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্যোগী হতে দেখা যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ব্যাপক প্রশ্ন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহলে। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের নানা ভূমিকা নিয়ে দলের অনেক বিধায়ক সরব হতে শুরু করেছেন।

কোচবিহারের মিহির গোস্বামী থেকে শুরু করে ব্যারাকপুরের শীলভদ্র দত্ত, অনেকেই সেই প্রশান্ত কিশোরের টিমের ব্যাপারে প্রশ্ন তুলে দিয়েছেন। যার ফলে ব্যাপক অস্বস্তিতে পড়েছে শাসক দল। অনেকে বলছেন, প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর নানা জনপ্রতিনিধিদের নানা কর্মসূচি দিতে শুরু করেছিলেন।

কিন্তু সেই কর্মসূচি খুব একটা মানেননি শুভেন্দু অধিকারী। যার ফলে প্রশান্ত কিশোরের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল। তাই বর্তমান পরিস্থিতিতে সেই শুভেন্দু অধিকারীর গুরুত্ব তৃণমূলের কর্মীরা উপলব্ধি করলেও, প্রশান্ত কিশোর চাইছেন না তাকে দলের সক্রিয় করতে বলে দাবি একাংশের। যার ফলে ক্রমাগত শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই ভাবেই যদি পরিস্থিতি এগিয়ে যেতে শুরু করে, তাহলে বিজেপি তার ফায়দা নিতে পারে। কেননা এই প্রশান্ত কিশোরের নানা সিদ্ধান্তের জন্য দলের বেশকিছু বিধায়ক সরব হতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারীর মত শীর্ষ নেতা অরাজনৈতিক সভায় যোগ দিলেও তার মান ভাঙানোর চেষ্টা করছে না তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই এই পরিস্থিতিতে বিজেপি তৃণমূলের ঘর ভাঙতে শুরু করলে, বিধানসভা নির্বাচনের আগে শাসকদল কার্যত চরম বিপাকে পড়ে যাবে বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী নিজের জেলা ছাড়িয়ে অন্যান্য জেলাতে অনুগামীদের দিয়ে নানা কর্মসূচি করাতে শুরু করেছেন। অর্থাৎ তার স্পষ্ট বার্তা তিনি দলের উদ্দেশ্য দিতে চাইছেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও দলের শীর্ষ নেতৃত্ব তার মান ভাঙানোর পদক্ষেপ গ্রহণ করেনি। আর এর পেছনে প্রশান্ত কিশোরের ভূমিকা রয়েছে বলেই অভিযোগ একাংশের।

অনেকে বলছেন, এই ভাবেই যদি তৃণমূল কংগ্রেস প্রশান্ত কিশোরের কথা শুনতে শুরু করেন, তাহলে অনেকেই দলের বিদ্রোহী হয়ে উঠতে শুরু করবেন। কেননা বিগত বাম আমলে লড়াই করার সময় প্রশান্ত কিশোরের মতো ব্যক্তিরা ছিলেন না। কিন্তু তা সত্বেও তৃণমূল কংগ্রেস সাফল্য পেয়েছিল। শুভেন্দু অধিকারী সহ একাধিক হেভিওয়েট নেতার জন্য স্বাভাবিকভাবেই বাইরে থেকে নিয়ে আসা এক ব্যক্তিকে দিয়ে নানা পরিকল্পনা করানো হচ্ছে কেন, তা নিয়ে অনেকেই দলের অন্দরে প্রশ্ন তুলতে শুরু করেছেন।

তাই এই প্রশ্ন যদি ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করে, তাহলে বিধানসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের জন্য তৃণমূল নতুন করে অসুবিধায় পড়তে পারে বলে মনে করছেন একাংশ স্বাভাবিকভাবেই এখন তৃণমূল নেতৃত্ব নিজেদের ঘর সামলানোর জন্য প্রশান্ত কিশোরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়, নাকি সেই প্রশান্ত কিশোরকে নিয়েই কাজ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!