এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বিশ্ব বাংলার গোলক ভাঙা নিয়ে বিজেপি-পুলিশে ধুন্ধুমার

বিশ্ব বাংলার গোলক ভাঙা নিয়ে বিজেপি-পুলিশে ধুন্ধুমার


বিশ্ববাংলা নিয়ে রাজ্য-রাজনীতিতে ধুন্ধুমার কান্ড লেগেই রয়েছে। গত ১০ ই নভেম্বর রানী রাসমণি রোডের সভা থেকে তৃণমূল কংগ্রেস ত্যাগী নেতা মুকুল রায় নথি দেখিয়ে দাবী করেন রাজ্য সরকারের বিশ্ববাংলা আদতে রাজ্যসরকারেরই নয়, তা তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মালিকানাধীন। আর তারপর অভিষেক বাবু আইনি নোটিশ পাঠান মুকুলবাবুকে, মুকুলবাবুও পাল্টা আইনি নোটিশ দেন। তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্ত্বও একসুরে আক্রমনে যান, অভিযোগ খন্ডনে আসরে নামেন রাজ্য সরকারের দুই আমলা। সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগ জানান মুকুল রায়। তাই সবমিলিয়ে ‘বিশ্ববাংলা’ নিয়ে একপ্রকার সরগরম রাজ্য রাজনীতি।
এহেন পরিস্থিতিতে গতকাল সায়েন্স সিটির সামনে পরমা মোড়ে বিশ্ব বাংলার গোলক ভাঙার চেষ্টা করে বিজেপির যুব মোর্চা, এমনকি তাতে কালি লাগানোর চেষ্টাও করা হয়। পুলিশ বাধা দিলে খণ্ডযুদ্ধ বাঁধে, লেগে যায় ধুন্ধুমার। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ, ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক হলেও পরে ৪ জনকে গ্রেফতার করে বাকিদের পরে মুক্তি দেওয়া হয়,৫ জন বিজেপিকর্মী আহতও হন পুলিশের লাঠিতে, আহত হন ১ জন পুলিশ কর্মীও। বিজেপির দাবি, সরকারি জমিতে কারও ব্যক্তিগত সম্পত্তি থাকতে পারে না আর তাই এই বিক্ষোভ কর্মসূচী নেওয়া হয়েছিল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!