এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > স্কুল শিক্ষকদের জন্য শিক্ষা দফতর আনতে চলেছে কঠোরতর নিয়ম

স্কুল শিক্ষকদের জন্য শিক্ষা দফতর আনতে চলেছে কঠোরতর নিয়ম

এবার স্কুল শিক্ষকদের জন্য স্কুল শিক্ষা দফতর আনতে চলেছে কঠোরতর নিয়মাবলী ও বিশেষ নজরদারি। সূত্র মারফত জানা যাচ্ছে, এবার থেকে স্কুল শিক্ষকদের উপর কড়া নজর রাখতে দায়িত্ব নিচ্ছে স্কুল শিক্ষা দফতর। সঙ্গে প্রতিটি স্কুলের শিক্ষকদের ক্লাসের ওপর কড়া নজর রাখবে পর্ষদ।
আরো জানা যাচ্ছে, এবার প্রতিদিন স্কুলে প্রতি ক্লাসে কী কী বিষয় পড়ানো হবে তা উল্লেখ করা থাকবে একটি পোস্টারে (এডুকেশন ক্যালেন্ডার), কোন ক্লাসে সারা বছর কী কী শেখানো হবে তা স্পষ্টভাবে রেখাঙ্কিত থাকবে ওই পোস্টারে। সবার সুবিধার্থে প্রতিটি ক্লাসের পাঠ্যক্রমের বিষয় গুলিও তাতে থাকবে এবং প্রতিটি ক্লাসের বাইরে ছবি সহ আটকানো থাকবে তা। ফলে সংশ্লিষ্ট অভিভাবকরা উল্লিখিত বিষয় ও বিষয়ক্রম অনুযায়ী ক্লাসে পড়ানো হচ্ছে কিনা সেবিষয়ে খোঁজ নিতে পারবেন। আগামী জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই নতুন নজরদারি ব্যবস্থা এবং প্রথম পর্যায়ে প্রথম থেকে অষ্টম শ্রেণির জন্য নিয়মটি কার্যকর করতে চলেছে স্কুল শিক্ষা দফতর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!