বিধানসভায় শীলকালীন অধিবেশন কি ‘মশারির’ ভিতর? বিশেষ খবর রাজ্য November 18, 2017 বর্তমানে ডেঙ্গু নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। একদিকে যখন শাসকদলের দাবী ডেঙ্গু যতটা না হয়েছে বিরোধীদের একাংশ ফুলিয়ে-ফাঁপিয়ে দেখিয়ে তা আরো বিভ্রান্তিকর বানাচ্ছে। অন্যদিকে বিরোধীদের দাবী সরকার সত্যটা চেপে যাচ্ছে, রাজ্যজুড়ে সত্যিই ডেঙ্গুর অবস্থা ভয়াবহ! এই পরিস্থিতিতে আগামী ২০ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং বিরোধীদের দাবী সেখানে মুখ্য আলোচনার বিষয় হতে চলেছে ডেঙ্গুই। তবে রাজ্য সরকার যদি সেই অধিবেশনে যদি ডেঙ্গু নিয়ে আলোচনার অবকাশ না রাখে তাহলে বিধানসভার বাইরে মশারি টাঙিয়ে প্রতীকী বিধানসভা চালানো হবে বিরোধীদের পক্ষ থেকে। ডেঙ্গুতে সাধারণ মানুষের সঙ্গে আক্রান্ত বামফ্রন্টের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও আর তাই ডেঙ্গু সমস্যা মোকাবিলায় রাজ্য কী ভূমিকা নিচ্ছে তা জানাতে হবে বিধানসভার শীতকালীন অধিবেশনে। আর বিরোধীদের দাবী যদি না মানা হয় তাহলে বিধানসভার বাইরে মশারি টাঙিয়ে চলবে প্রতীকী অধিবেশন। আপনার মতামত জানান -