এখন পড়ছেন
হোম > রাজ্য > উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণ বাড়ল রাজ্যে, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে

উদ্বেগ বাড়িয়ে করোনা সংক্রমণ বাড়ল রাজ্যে, চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যে যখন করোনা পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়ে গিয়েছিল, ঠিক সেইসময় দুর্গাপুজোর পরিপ্রেক্ষিতে করোনা নিয়ে উদ্বেগ বাড়ে। উৎসবের মরসুমে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আগেই জানিয়েছিলেন চিকিৎসক, বিশেষজ্ঞরা। আর ঠিক তাঁদের অনুমান সত্যি করে রাজ্যে সংক্রমণ বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় আরো একবার রাজ্যে সংক্রমণ বেড়ে গেল। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, একদিনে নতুন করে 872 জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 13 জনের।  গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন করোনা থেকে 828 জন।

এখনো পর্যন্ত সুস্থতার 98.29%। গত কয়েক দিনের তুলনায় যা সামান্য কম বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অ্যাকটিভ কেসের সংখ্যাও বেড়ে গিয়েছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা 8031। বরাবরের মতন সংক্রমনের শীর্ষে রয়েছে কলকাতা। গত 24 ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন 217 জন। আর কলকাতার পরেই চিরাচরিতভাবে তালিকায় রয়েছে উত্তর 24 পরগনা। কার্যত একদিনে উত্তর 24 পরগনা 151 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে করোনার যুদ্ধে সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছে পুরুলিয়া জেলা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গত 24 ঘন্টায় মাত্র একজন করোনা পজিটিভ এই জেলায়। তারপরে আলিপুরদুয়ার এবং কালিম্পং এর নাম সামনে আসছে। দুই জেলাতে গত 24 ঘন্টায় মাত্র পাঁচজন সংক্রমিত হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের মোট করনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16 লক্ষ 3 হাজার 318 জন। পাশাপাশি সুস্থ হয়েছেন 15 লক্ষ 75 হাজার 980 জন। গত 24 ঘন্টায় রাজ্যে করোনা টেস্ট হয়েছে 41 হাজার 193 টি। যার মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে 2.12 শতাংশের। রাজ্যে ইতিমধ্যেই অনেকেরই দু ডোজ টিকা সম্পন্ন হয়েছে।

সবমিলিয়ে এখনো পর্যন্ত 8 কোটির বেশি রাজ্যবাসীর টিকাকরণ হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে আগামী 16 নভেম্বর থেকে দীর্ঘ সময় পর রাজ্যে খুলছে স্কুল কলেজ। তাই সেক্ষেত্রে স্কুল শিক্ষক এবং শিক্ষা কর্মীদের টিকাকরণের কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বরাবরের মতন বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের মরশুমে ভিড় না জমাতে। করোনা পরিস্থিতি যেনতেন প্রকারেণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালানো হচ্ছে। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!