এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা আবহে বড়সড় ধাক্কা খেলেন অর্ণব গোস্বামী! আদালতের নির্দেশে বাড়ল নতুন করে মুশকিল!

করোনা আবহে বড়সড় ধাক্কা খেলেন অর্ণব গোস্বামী! আদালতের নির্দেশে বাড়ল নতুন করে মুশকিল!


রিপাবলিক টিভির প্রধান অর্ণব গোস্বামী সম্প্রতি অপ্রীতিকর কিছু প্রচারের জন্য পুলিশি জেরার মুখোমুখি হন। জানা গেছে গত ১৪ই এপ্রিল বান্দ্রা স্টেশনে কাতারে কাতারে পরিযায়ী শ্রমিক এসে জড়ো হয়েছিলেন। দেখা গেছে ওই পরিযায়ী শ্রমিকদের হঠাতে লাঠি হাতে পুলিশকে নামতে হয়েছিল। জানা গেছে রিপাবলিক টিভিতে পরিযায়ী শ্রমিক জল হওয়ার বিষয়টিকে সাম্প্রদায়িক ভাবে প্রচার করা হয়। এরপরই মুম্বাইয়ের এন এম জোশী থানা এবং পাইধোনী থানায় অর্ণব গোস্বামী বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করা হয়।

জানা গেছে এর প্রায় মাসখানেক আগে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলে পালঘর সাধু হত্যা মামলার বিষয়টি ওই টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়। এরপর একাধিক থানায় অর্ণব গোস্বামী বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল বলে জানা গেছে। এবার ফের সাম্প্রদায়িকতার রং লাগিয়ে খবর সম্প্রচারের কারণে তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হলো। জানা গেছে মহারাষ্ট্র পুলিশের অধীন থেকে এই মামলাটি সিবিআই এর আওতাধীন করার জন্য গত ১৯শে মে অর্ণব গোস্বামী শীর্ষ আদালতে আবেদন জানান যদিও শীর্ষ আদালত এই আবেদন খারিজ করে দেয় বলে জানা গেছে।

এদিকে অর্নবের আইনজীবী হরিশ সালভে হাইকোর্টের কাছে আবেদন জানান পুলিশ অধিকর্তাদের একজনের করোনা পজিটিভ থাকার কারণে এই মামলা যেন সিবিআইয়ের আওতাধীন করা হয়। জানা গেছে এরপর গত মঙ্গলবার অর্ণবের আইনজীবী হাইকোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি রিয়াজ চাগলার বেঞ্চ-এর কাছে আবেদন জানান তার মক্কেলের বিরুদ্ধে যে জোড়া এফআইআর করা হয়েছে তা যেন বাতিল করা হয়।

পাইধোনি থানায় অর্ণবের বিরুদ্ধে যে এফ আই আর দায়ের করা হয়েছে তাতে অভিযোগ হিসেবে দাখিল করা হয়েছে যে ঐদিন সংবাদ‌ মাধ্যমে প্রচারিত সাম্প্রদায়িক ইঙ্গিত করা হয়েছে তাতে স্পষ্ট করা আছে যে স্টেশনের বাইরে অবস্থিত মসজিদের সঙ্গে ওই পরিযায়ী শ্রমিকদের সংযোগ রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সে ক্ষেত্রে ওই পরিযায়ী শ্রমিকদের সাথে এলাকার মসজিদের কোনরকম কোন সম্পর্ক ছিল না বলে জানা গেছে। অন্যদিকে জানা গেছে পাইধোনি থানায় হাজিরা দিতে না যাওয়ার আর্জি জানানো হয় অর্নবের আইনজীবীর তরফে। কিন্তু সরকার পক্ষের কৌঁসুলি দীপক থ্যাকারে এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এস আর শিন্দে এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হাইকোর্টের কাছে আবেদন জানান, যেহেতু অর্ণব এর বিরুদ্ধে আনা এফআইআর দুটি সাম্প্রদায়িক পরিস্থিতি কে ইঙ্গিত করে দাখিল করা হয়েছে তাই বিষয়টি যথেষ্টই সংবেদনশীল।

সুতরাং অর্ণবের থানায় হাজিরা দিতে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত শীর্ষ আদালতের তরফে অর্ণব গোস্বামীকে পাইধোনী থানার পরিবর্তে এন এম জোশী থানায় হাজিরা দিতে যাওয়ার নির্দেশ দেয়া হয় বলে সূত্রের খবর। এদিকে অর্ণব গোস্বামীর আইনজীবীর কাছে এক সংবাদমাধ্যম বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে সে বিষয়ে কোনো রকম মুখ খুলতে চাননি আইনজীবী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!