পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সবংয়ের বাম প্রার্থীর বিশেষ খবর রাজ্য December 25, 2017 রাজ্য-রাজনীতির বর্তমান অবস্থানকে পিছনে ফেলে, নিজেদের রক্তক্ষরন অনেকখানি বন্ধ করে সবং উপনির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে দ্বিতীয় স্থান ধরে রেখেছে সিপিআইএম। কিন্তু তার পরেও সমগ্র নির্বাচন প্রক্রিয়া এবং সেই নির্বাচন প্রক্রিয়ায় শাসকদলকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বিরুদ্ধে নিয়ে এলেন সবং উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রীতা জানা মন্ডল। উপনির্বাচনের ফল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি ভারতীদেবীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ভোটের আগের দিন রাত্রে এসপি ভারতী ঘোষ থানায় বসে থেকে বামফ্রন্ট এর বেশ কিছু ভোট নষ্ট করেছে পরিকল্পনা মাফিক। উল্টে সেই ভোট গুলি যাতে শাসক দলের ভোট বাক্সে যায় তারও ব্যবস্থা করেন তিনি। কিন্তু এতো করেও নৈতিক জয় হয়েছে সিপিআইএমের। যদিও এই প্রসঙ্গে ভারতীদেবীর কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায় নি। আপনার মতামত জানান -