এখন পড়ছেন
হোম > রাজনীতি > ফের বিচারব্যবস্থার তোপের মুখে কমিশন, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাবদিহি তলব!‌

ফের বিচারব্যবস্থার তোপের মুখে কমিশন, নির্দিষ্ট সময়ের মধ্যে জবাবদিহি তলব!‌


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকেই বারবার আদালতের কটাক্ষের শিকার হতে হচ্ছে রাজ্যের নির্বাচন কমিশনারকে। কখনও মনোনয়ন পর্বকে কেন্দ্র করে, আবার কখনও বা লাগাতার হিংসার ঘটনাকে কেন্দ্র করে হোঁচট খাচ্ছে নির্বাচন কমিশন। আর এবার সেই মনোনয়ন পর্ব প্রত্যাহারের চাপ নিয়ে যখন একের পর এক অভিযোগ যাচ্ছে কলকাতা হাইকোর্টে, ঠিক তখনই সেই নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তার প্রশ্ন, আদৌ কি এখনও নির্বাচন কমিশন রয়েছেন!

প্রসঙ্গত, এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়া থেকে শুরু করে বিরোধীদের বঞ্চনার শিকার নিয়ে মামলা দায়ের হয়। আর সেই মামলাতেই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, “এখনও কি নির্বাচন কমিশন রয়েছেন! পঞ্চায়েত ভোটের নামে কমিশনে এসব কি হচ্ছে!” তবে এর পাশাপাশি দুপুর দুটোর মধ্যে নির্বাচন কমিশনের বক্তব্য জবাবদিহি আকারে তলব করেছেন বিচারপতি।

পর্যবেক্ষকদের মতে, বাংলায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের সময় থেকেই অব্যবস্থা চোখে পড়ছে। বারবার বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছে, আর বারবার সেখানে হোঁচট খাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু তারপরেও কেন্দ্রীয় বাহিনী নিয়ে গা ঢিলেমি থেকে শুরু করে বিরোধীদের মনোনয়নপত্র জমাতে অশান্তি না থামাতে পারা নিয়ে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই সেই ব্যাপারে কমিশনের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রধান বিচারপতি। আর এবার সেই নির্বাচন কমিশনকে জবাবদিহি তলব করতে বলে রীতিমত বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি অমৃতা সিনহা। যার ফলে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে নাস্তানাবুদ হতে চলেছে রাজ্যের নির্বাচন কমিশন, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!