এখন পড়ছেন
হোম > জাতীয় > দুই রাজ্যের ফলাফলকে অভূতপূর্ব বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুই রাজ্যের ফলাফলকে অভূতপূর্ব বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


 

হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলাফলে কি হয়, তার দিকে নজর ছিল সকলেরই। তবে এই দুই রাজ্যে বিজেপি এগিয়ে থাকলেও তাদের আসন সংখ্যা কমা নিয়ে কিছুটা হতাশ হয়েছেন অনেকেই। সমালোচক মহলের তরফ থেকে দাবি করা হচ্ছে, দিনকে দিন বিজেপির সমর্থন কমে আসছে। যার পূর্বাভাস এই হরিয়ানা এবং মহারাষ্ট্রের নির্বাচনী ফলাফল থেকেই পাওয়া যাচ্ছে বলে দাবি একাংশের।

তবে যে যাই বলুন না কেন, এই দুই রাজ্যের ফলাফল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি বলবেন, তার দিকে নজর ছিল সকলেরই। অবশেষে মুখ খুললেন তিনি। সূত্রের খবর, এই রাজ্যের নির্বাচনী ফলাফল প্রকাশ হতেই বিজেপির সদর দপ্তরে উৎসবের মেজাজ লক্ষ করা গেল।

জনতাকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গড়করি জনতাকে নমস্কার জানান। হরিয়ানায় ফলাফল নিয়ে এদিন নরেন্দ্র মোদী বলেন, “হরিয়ানার জয় অভূতপূর্ব। আজকালকার দিনে সাধারণত পাঁচ বছর পর ফের নির্বাচনে জেতার সম্ভাবনা খুব কম থাকে। এই পরিস্থিতিতে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে আসাটা বিরাট সাফল্য। গতবার 33 শতাংশ ভোট পেলেও এবার আমরা 36 শতাংশ ভোট পেয়েছি। 3% বাড়ানোটাই প্রমাণ দিচ্ছে যে, আমরা মানুষের জন্য কাজ করেছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হরিয়ানায় নিজের নতুন টিমের প্রশংসাতেও এদিন পঞ্চমুখ হতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে। পাশাপাশি মহারাষ্ট্র নিয়েও এদিন মুখ খোলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, “মহারাষ্ট্রে 2014 সালের আগে বিজেপি জুনিয়র পার্টনার ছিল। সরকার গড়লেও আমরা শিবসেনার নেতৃত্বেই করেছি। কিন্তু গত 50 বছরে একজন মুখ্যমন্ত্রীও টানা পাঁচ বছর মহারাষ্ট্রের সেবা করতে পারেননি। 50 বছর পর প্রথমবার ফড়নবিশ এই সুযোগ পেলেন। আগেরবার আমরা আলাদা লড়লেও এবার মানুষ ঠিক করে দিয়েছে বিজেপি-শিবসেনা আলাদা হতেই পারে না। এবারও আমরা বড়সড় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি। আমাদের টিম নতুন ছিল। এসব সত্ত্বেও 5 বছর পর মানুষ আমাদের সেবা করার সুযোগ দিয়েছে। আমি দুই রাজ্যের মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনাদের সেবায় আমরা আগের বারের চেয়ে বেশি পরিশ্রম করব। ত্যাগ বা তপস্যায় কোনো ঘাটতি থাকবে না।”

অর্থাৎ নানা মহলের তরফে মহারাষ্ট্র এবং হরিয়ানায় বিজেপির এই ফলাফলকে খাটো করে দেখা হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিকে যেমন সেই ফলাফলকে মহৎ বলে বর্ণনা করে সমালোচকদের মুখে ঝামা ঘষার চেষ্টা করলেন, ঠিক তেমনই আরো বেশি পরিশ্রম করার কথা বলে সাধারণ মানুষের বিশ্বাস অর্জনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন তিনি বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!