এখন পড়ছেন
হোম > জাতীয় > মুজাফফরপুর কাণ্ডে বড় “অবজারভেশন” সুপ্রিম কোর্টের, আরও বিপাকে প্রভাবশালী ব্রজেশ ঠাকুর

মুজাফফরপুর কাণ্ডে বড় “অবজারভেশন” সুপ্রিম কোর্টের, আরও বিপাকে প্রভাবশালী ব্রজেশ ঠাকুর

কয়েক মাস আগেই মুজফফরপুর হোমের 30 জন মহিলাকে ধর্ষণ ও যৌন নিগ্রহের ঘটনাটি সামনে আনে রাজ্যের সমাজকল্যাণ দপ্তরে জমা দেওয়া টাটা ইনস্টিটিউট অফ সোশাল অডিট রিপোর্ট। অভিযোগ, এই হোমের 40 জন আবাসিকের মধ্যে 34 জনের ওপরই যৌন নির্যাতন চালানো হয়েছিল।

আর এরপরই হোমের মালিক তথা মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে 31 মে একটি এফআইআর দায়ের করা হয়। তবে শুধু ব্রজেশ ঠাকুরই নয়, এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় আরও 11 জনের বিরুদ্ধে। আর এই সম্পূর্ণ ঘটনার তদন্তভার নিজেদের হাতে নিয়ে এই হোমকে কালো তালিকাভুক্ত করে আবাসিকদের অন্যান্য হোমে পাঠিয়ে দেয় সিবিআই।

সূত্রের খবর, এই ঘটনায় মূল অভিযুক্ত হোমের মালিক ব্রজেশ ঠাকুরকে প্রভাবশালী বলে উল্লেখ করে রাজ্যের বাইরের কোন জেলে রাখা ঠিক হবে না বলে শীর্ষ আদালতে নিজেদের রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এইখানেই সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বিস্ময় প্রকাশ করে জানিয়েছে “এসব কি হচ্ছে? এটা ভয়ংকর ব্যাপার।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

পাশাপাশি এই ঘটনায় প্রাক্তন সমাজ কল্যাণমন্ত্রী মঞ্জু ভার্মা এবং তার স্বামী চন্দ্রশেখর ভার্মাকে খুঁজে পেতে দেরি হওয়ায় সিবিআই এবং রাজ্য সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে এই হোমকাণ্ডে সিবিআইয়ের বর্তমান সদস্যরাই তদন্ত এগিয়ে নিয়ে যাবে বলে পরবর্তী শুনানির দিন 30 অক্টোবর ধার্য করেছে সুপ্রিম কোর্ট। সব মিলিয়ে মুজাফফরপুর কাণ্ডে বড় পদক্ষেপ দেশের শীর্ষ আদালতের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!