এখন পড়ছেন
হোম > জাতীয় > ত্রিপুরায় শরিকি আন্দোলন গোড়াতেই থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

ত্রিপুরায় শরিকি আন্দোলন গোড়াতেই থামিয়ে দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব


বিজেপির ত্রিপুরা নির্বাচনের আগে জোটসঙ্গী আইপিএফটিকে পৃথক রাজ্য গঠনের আশ্বাস এবং নির্বাচনে জয়ের পর এই বিষয় মেনে না নেওয়াতে সম্প্রতি বহুবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা দিল্লিতে কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সাথে দেখা করেছেন। মুখ্যমন্ত্রী বিপল্ব দেব প্রধানমন্ত্রীর সাথেও কথা বলেছেন এ বিষয়। জানা গেছে আইপিএফটির নেতারা দিল্লির রাস্তায় মিছিলেও নেমেছিলেন। তবে এই বিষয়টি অস্বীকার করেছেন বিপ্লব বাবু। সম্প্রতি ‘তিপ্রাল্যান্ড’ গঠনের জন্য কোনো উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের পরিকল্পনা কেন্দ্রের নেই বলে লিখিত দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দলের সভাপতি এন সি দেববর্মা জানিয়েছেন পৃথক রাজ্যের জন্য আন্দোলনে নামতে দ্বিধা বোধ করবেন না তাঁরা। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু জানান, ”তেমন কোনও আন্দোলন ওঁরা করেননি। এন সি আমাদের সঙ্গে আছেন। আসল ব্যাপার হল, বঞ্চনা থেকে অনেক দাবি উঠে আসে। সন্তান যেমন মায়ের কাছে দুধ না পেলে পাশের বাড়ি গিয়ে হল্লা করে, এটাও অনেকটা সে রকম!” এদিন এই বিষয়ের পরিপ্রেক্ষিতে আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন, ”আমরা এখন আলোচনার প্রক্রিয়ায় আছি। এখন মন্তব্য করব না।”এদিন সিপিএমের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বলেন, ”বিজেপি এবং আইপিএফটি-র পরস্পর-বিরোধী বক্তব্যের কথা ভোটের প্রচারেই আমরা বলেছিলাম। কিন্তু মানুষ ওদের ভোট দিয়েছেন। এখনই আমরা কোনও মন্তব্য করতে চাই না।” তবে কমিটি গঠনের দাবি না মেনে নিলে বিজেপির ওপর চাপ দিতে পারে আইপিএফটি, এমনটাই সংগঠন সূত্রের খবর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!