এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভার্চুয়ালেই বিধানসভার ভাগ্য! দেরি না করে এখন থেকেই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়ছে বিজেপি

ভার্চুয়ালেই বিধানসভার ভাগ্য! দেরি না করে এখন থেকেই কোমড় বেঁধে ময়দানে নেমে পড়ছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –রাজ্য ও দেশে করোনা পরিস্থিতির ধারাবাহির অবনতির ফলে দেশজুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ধর্মীয় বা রাজনৈতিক যেকোন জমায়েতকে। আর একারণেই আগামী নির্বাচনে প্রকৃত জনসভার পরিবর্তে ভার্চুয়াল জনসভার উপরেই জোর দিতে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সম্প্রতি ২১ সে জুলাইয়ের তৃণমূল দলের শাহিদ দিবসের ভার্চুয়াল মঞ্চ থেকেই আগামী বিধানসভা নির্বাচনের রণভেরী বাজিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবারে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে ভার্চুয়ালি জনসভা করার পরিকল্পনা গ্রহণ করলো কোচবিহার জেলা বিজেপি। যদিও বিজেপির পক্ষ থেকে এই সভাকে আত্মনির্ভর ভারত কর্মসূচির মোড়ক দেওয়া হয়েছে, কিন্তু এই সভার মাধ্যমে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কমীদের নির্বাচন প্রশিক্ষণ দেওয়া হবে, এমনটাই বিজেপি সূত্রের খবর। কোচবিহার জেলার বিজেপি সভানেত্রী থেকে শুরু করে সহ পর্যবেক্ষক সহ বিজেপির রাজ্য স্তরের সকল নেতৃবৃন্দ একেএকে এই সভাগুলিতে যোগদান করতে চলেছেন।

এই সভাগুলিতে অংশগ্রহণ করবেন স্থানীয় প্রতিটি বুথ থেকে ৫ জন সাধারণ বিজেপি কর্মী, বিজেপি মন্ডলের নেতৃবৃন্দ, সহ সংশ্লিষ্ট বিধানসভা এলাকার বিজেপি নেতৃবৃন্দ প্রমুখরা। সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ কিছুদিন ধরে এই সভাগুলি সম্পর্কে ব্যাপক প্রচার কার্যও চালাচ্ছে বিজেপি।এই ভার্চুয়াল সভা সম্পর্কে কোচবিহার জেলা বিজেপি কমিটির সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন জানিয়েছেন, ” আমরা আত্মনির্ভর ভারত কর্মসূচিকে সামনে রেখে ভার্চুয়াল সভার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে দলীয় কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আগামী বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে দলের কর্মীদের নানাভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ভার্চুয়াল সভায়ও দলীয় কর্মীদের নির্বাচনের বিষয়ে বেশকিছু নির্দেশ দেওয়া হতে পারে। দলের নিচুস্তরের কর্মীদের এই ভার্চুয়াল সভায় যোগদান করানো হচ্ছে। পরবর্তীতে এরাই গ্রামের সাধারণ মানুষকে সমস্ত কিছু বুঝিয়ে বলবে”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বৃহস্পতিবার কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে সর্বপ্রথম এই নির্বাচনী সভার আয়োজন করা হলো কোচবিহার রাজ্য বিজেপির পক্ষ থেকে। আগামী ১৩ ই আগস্ট পর্যন্ত কোচবিহারের একাধিক বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই সভাগুলি। আজ শুক্রবার অনুষ্ঠিত হলো এই সভা।আগামীকাল শনিবার দিনহাটায় আয়োজিত হতে চলেছে এই সভা, বেপক যথাক্রমে আগামী ৯ ই আগস্ট নাটাবাড়িতে, ১০ ই আগস্ট তুফানগঞ্জে, ১১ ই আগস্ট কোচবিহার দক্ষিনে, ১২ ই আগস্ট মাথাভাঙায়, এবং শেষদিন ১৩ ই আগস্ট কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হতে চলেছে।

প্রতিটি সভা দুপুর ২ টো থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। সূত্রে জানা গেছে, এই সভাগুলির মাধ্যমে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীদের আগামী বিধানসভা নির্বাচনের জন্য উদ্বদ্ধ করা হবে।প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে কোচবিহারে পরাজিত হয়ে বেশ মুষড়ে পড়তে দেখা গিয়েছিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস শিবিরকে।

তবে, আগামী নির্বাচনের লক্ষে তৃণমূল কংগ্রেসকে আবার জোরদার ভাবে নিজেদের সংগঠন মজবুত করার লক্ষে নেমে পড়তে দেখা যাচ্ছে। কিন্তু আগামী নির্বাচনে বিজেপিকে ভার্চুয়াল সভার উপরেই বিশেষ আস্থা রাখতে দেখা যাচ্ছে। বিজেপির অভিমত, বর্তমানের করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিয়ে ভার্চুয়াল সভার মধ্য দিয়েই তাঁদের কর্মীদের ভালোভাবে প্রশিক্ষিত করে, আগামী নির্বাচনে লড়াই করানো সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!