এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারতীয় সেনা জওয়ানদের জন্য এবার যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার

ভারতীয় সেনা জওয়ানদের জন্য এবার যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন সোস্যাল মিডিয়া তে একটি ট্যুইট লিখে দেশের জন্যে যুদ্ধে শহীদ সেনাদের সন্তানদের জন্য একটি সুখবর জানালেন। এতদিন অবধি শহিদদের সন্তানদের পড়াশোনা খরচ বাবদ সরকারের তরফে দেওয়া হত মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত। কিন্তু বর্তমানে এই খরচের উর্দ্ধসীমার অঙ্ক উল্লেখ না করেই বলা হয়েছে শহিদ সন্তানদের পুরো খরচই বহন করবে কেন্দ্র। সশস্ত্র সেনা বাহিনীর আধিকারীক ও যাঁরা আধিকারিক নন তাঁদের

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পরিবার কেন্দ্রের এই নতুন নিয়মের অর্ন্তভুক্ত হচ্ছেন । কেন্দ্রের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, দেশর জন্য লড়তে গিয়ে সেনা বাহিনীর যে সমস্ত সদস্য নিখোঁজ, কিংবা শহিদ হয়েছেন, বা যুদ্ধে কোনওভাবে অক্ষম, তাঁদের সন্তানদের এই সমস্ত দায়িত্ব এবার থেকে কেন্দ্রের। যদিও প্রতিরক্ষামন্ত্রক সূত্রের খবর , যে সমস্ত সেনা জওয়ানদের বা আধিকারিকদের সন্তানরা সৈনিক স্কুলে পড়ে এই খরচ কেবলমাত্র তাঁরাই পাবে । শুধু তাই নয়, যে সেনা কর্মীদের সন্তানরা রাজ্য সরকারি ও কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে, তাঁরাও এই নয়া নিয়মের অর্ন্তভুক্ত থাকবেন। তবে, যে সমস্ত শহিদ সেনানীদের সন্তানরা বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশুনা করছে,তারা এই প্রকল্পের জন্য শিক্ষাখাতে অনুমোদিত কোনো সুযোগ সুবিধা পাবে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!