এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সামনেই বিধানসভা ভোট, গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এবার সকলকে নিয়ে বৈঠক নেত্রীর!

সামনেই বিধানসভা ভোট, গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এবার সকলকে নিয়ে বৈঠক নেত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগাম প্রস্তুতির কথা মাথায় রেখেই মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের নতুন জেলা কমিটি ঘোষণা করা হলো। মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের ১৫ টি ব্লক, দুটি শহরের জন্য সভাপতি, এছাড়া প্রতিটি ব্লকের জন্য দু-তিন জন পদাধিকারীর নাম সদ্য ঘোষণা করা হলো। প্রসঙ্গত, অনেকটা সময় ধরেই মালদহ জেলায় তৃণমূল দলের কোন জেলা কমিটি ছিল না। গত, ২০১৯ সালের লোকসভা ভোটের পর মুখ্যমন্ত্রী মালদহ সফরে এসে এই জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের পরিচালনার দায়িত্বভার কয়েক জনের হাতে অর্পণ করেন।

সেসময় মুখ্যমন্ত্রী মৌসম নূরকে সভাপতি, মোয়াজ্জেম হোসেনকে চেয়ারম্যান, রতুয়ার তৃণমূলী বিধায়ক সমর মুখোপাধ্যায়কে কার্যকরী সভাপতি করে তিন সদ্যস বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছিল। এরপর ঘোষিত হয় ৫ সদস্যের একটি কোর কমিটি। মৌসম নূর এই কমিটির সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন মোয়াজ্জেম হোসেন, কো-অর্ডিনেটর ছিলেন মানব বন্দ্যোপাধ্যায়, দুলাল সরকার, অম্লান ভাদুড়ি। এরপর গত ২৪ সে সেপ্টেম্বর ঘোষণা করা হল ৮৬ জন সশস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি। শীর্ষ তৃণমূল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জেলা সভাপতি মৌসম নূর এই নতুন কমিটি ঘোষণা করেছেন। আগামী বিধানসভা ভোটের কথা চিন্তা করেই পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের এই পরিকল্পনা।

এবারে মালদহ জেলার প্রতিটি ব্লক ও দুটি শহরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আগামী বিধানসভা ভোটের আগে ব্লক কমিটি গঠন নিয়ে তৃণমূল দলের মধ্যে যাতে কোনো মতভেদ বা অন্তর্দ্বন্দ্ব না আসে সে বিষয়ে লক্ষ্য রাখা হবে বিশেষভাবে।
প্রসঙ্গত মালদহ জেলা তৃণমূলের পূর্ণাঙ্গ ব্লক কমিটি গঠনের বিষয়ে আলোচনার জন্য আগামীকাল রবিবার মালদহ জেলা পরিষদের অতিথি নিবাসের হলঘরে সদ্য ঘোষিত ব্লক ও শহরের দলীয় সভাপতি অন্যান্য পদাধিকারীদের নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অঞ্চল সভাপতি দের নাম ঘোষণাও এই বৈঠকে করার সম্ভাবনা আছে। এই সঙ্গে সঙ্গেই আগামী সোমবার তৃণমূলের নতুন জেলা কমিটির সদস্যদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করতে চলেছেন মালদহ তৃণমূলের জেলা সভাপতি মৌসম নূর।
এ প্রসঙ্গে জেলা সভাপতি মৌসম নূরের বক্তব্য, ” ‘‘রবি ও সোমবার দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে। সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্যই এই বৈঠক।’’

আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে তৃণমূল দলের সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল দলের একাংশ দলের জেলা কমিটির, ব্লক কমিটির, অঞ্চল কমিটির পূর্ণাঙ্গ রদবদলের দাবি জানিয়েছেন। পুরনো সভাপতিদের অপসারিত করে নতুন সভাপতি আনার দাবি করেছেন তারা। কিন্তু দলের অপরাংশের অভিমত, বিধানসভা ভোটের প্রাকমুহূর্তেই যদি দলের পুরোনো অঞ্চল সভাপতিদের অপসারিত করে যদি নতুন সভাপতি আনা হয়, তবে দলে সমস্যা দেখা দিতে পারে। তাই নতুন অঞ্চল সভাপতি আনায় তাদের তেমন আগ্রহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!