অনুব্রত মন্ডলকে ‘ডান্ডা মেরে ঠান্ডা’ করার নিদান বিজেপি নেতার বিশেষ খবর রাজ্য November 18, 2017 বিগত বেশ কয়েকদিন ধরেই বঙ্গ রাজনীতিতে একে অপরকে ‘পেটানোর দাওয়ায়’ তরজা চলছে শাসক-বিরোধী নির্বিশেষে রাজনৈতিক নেতাদের। কখনো অনুব্রত মন্ডল তো কখনো দিলীপ ঘোষ তো কখনো জ্যোতিপ্রিয় মল্লিক। আর এই তালিকায় নবতম সংযোজন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল কংগ্রেসের বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে পেটানোর জন্য পুলিশদের উৎসাহী করেন। শুধু তাই নয়, গত লোকসভা নির্বাচনে বীরভূম আসন থেকে তাঁর হেরে যাওয়ার পিছনে অনুব্রত বাবুর ‘কারসাজির’ তত্বও সামনে আনেন। এক দলীয় সভামঞ্চ থেকে বিজেপি নেতা জয় বাবু বলেন, মোটা লোকটা পুলিশকে এমনভাবে ধমকাচ্ছে যা দেখে আমারও খারাপ লাগছে। আমি যদি পুলিশ হতাম তাহলে ডাণ্ডা পেটা করে শ্রীঘরে পাঠিয়ে দিতাম। (পুলিশ কর্মীদের উদ্দেশ্য করে) আপনাদের একটা সম্মান আছে। ওই খয়েরি পোশাক কত বাঘা বাঘা পুলিশ অফিসার পড়েছে। ভয় ভুলে বিবেক জাগিয়ে ওই সব বেয়ারাদের বিরুদ্ধে চটজলদি ব্যবস্থা নিন। এরপর সামনে আনেন অনুব্রত মন্ডলের ‘কারসাজির’ তত্ত্ব, তিনি বলেন, নির্বাচনে আমি জিততেও পারতাম কিন্তু ওই মোটা লোকটা এসে কি সব কারসাজি শুরু করে দিল। ওই কারসাজিতেই সব গণ্ডগোল হয়েছে। আপনার মতামত জানান -