এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে নয়া উদ্যোগ রাজ্যের , প্রশংসা চিকিৎসকদের

করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে নয়া উদ্যোগ রাজ্যের , প্রশংসা চিকিৎসকদের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সবে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ নিম্নমুখী হয়েছে, আক্রান্তের সংখ্যা পড়তির দিকে। মৃত্যুর সংখ্যাও যৎপরোনাস্তি। কিন্তু এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সতর্ক করা হয়েছে করোনার তৃতীয় ঢেউ নিয়ে এবং এই তৃতীয় ঢেউ যে আরো আক্রমণাত্মক হবে সে ব্যাপারে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউয়ে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ ধারণ করবে বলে মনে করা হচ্ছে এবং করোনার তৃতীয় ঢেউ মূলত শিশুদের আক্রমণ করবে বলেই ওনুমান চিকিৎসকদের। তাই এবার গত দুই দফার করোনা পরিস্থিতি মাথায় রেখে আগেভাগে এই রাজ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জানা গিয়েছে, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে ইতিমধ্যে 10 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছে। সূত্রের খবর, এই কমিটিতে যেমন রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ, সেরকমই থাকছেন মেডিসিন স্পেশালিস্ট, ক্রিটিক্যাল কেয়ার, যকৃৎ সংক্রান্ত রোগ বিশেষজ্ঞরা। মূলত এই কমিটির হাত ধরে করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কিভাবে চিকিৎসা এবং হাসপাতাল পরিকাঠামো তৈরি করা হবে সেদিকে নজর দেওয়া হবে। একইসাথে এক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে, তাও ঠিক করবে এই কমিটি। জানা গেছে, বুধবার এই বিশেষজ্ঞ কমিটি স্বাস্থ্য ভবনে একটি বৈঠক করতে চলেছে। আশংকা করা হচ্ছে, আগামী দু’মাসের মধ্যেই হয়তো দেশজুড়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবং এই তৃতীয় দফার করোনায় দেশের অধিকাংশ শিশু আক্রান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। এরকমই আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া। এবং এরই পরিপ্রেক্ষিতে এ রাজ্যে শিশুদের জন্য হাসপাতাল ও চিকিৎসা পরিকাঠামোর ঢালাও উন্নতি করা হবে বলে জানা গিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে যে কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে এসএসকেএম হাসপাতালে চিকিৎসক জিকে ঢালী ছাড়াও রয়েছেন অভিজিৎ চৌধুরী, সৌমিত্র ঘোষসহ পাঁচ চিকিৎসক। একইসাথে রয়েছেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সংক্রামক রোগ বিশেষজ্ঞ যোগীরাজ রায় এবং বিভূতি সাহা।

রয়েছেন বিসি রায় শিশু হাসপাতালের প্রিন্সিপাল চিকিৎসক দিলীপ পাল, এবং আরজিকর হাসপাতালের চিকিৎসক জ্যোতির্ময় পাল। চিকিৎসকদের এই পুরো টিম রাজ্যজুড়ে করোনার চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নের দিকে খেয়াল রাখবেন বলে জানা গিয়েছে। অন্যদিকে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের পাশাপাশি কিন্তু বড়দের নিয়েও রয়েছে আশংকা। বরাবরের মতই সাবধানতা ও সচেতনতাকেই মূল অস্ত্র করে তুলতে চাইছেন বিশেষজ্ঞরা। আপাতত তৃতীয় ঢেউ সামাল দিতে রাজ্যের পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় ও কার্যকরী বলেই মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!