এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > ভোটের ফলে ধাক্কা খেয়ে লক্ষ্য সংগঠনে আর তাই আপাতত উৎসব – অনুষ্ঠানে রাশ টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব

ভোটের ফলে ধাক্কা খেয়ে লক্ষ্য সংগঠনে আর তাই আপাতত উৎসব – অনুষ্ঠানে রাশ টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব

কথা ছিল, দেড়শ বছর পূর্তিতে ঘাটাল পুরসভায় জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে অনুষ্ঠান। কিন্তু “ঠেলার নাম বাবাজি” বলেও বাংলা অভিধানে একটি বাক্য রয়েছে। আর খারাপ ফলাফল হওয়ায় ঠেলায় পড়ে এবার দেড়শ বছর পূর্তি অনুষ্ঠান বাতিল করার কথা ভাবছে তৃণমূল।

জানা গেছে, গত 1 মে ঘাটাল পৌরসভার দেড়শ বছর পূর্তি হয়েছে। পরিকল্পনা ছিল ঘটা করে উৎসব পালন করা হবে। কিন্তু ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল জিতলেও ঘাটাল পৌরসভার 17 টি ওয়ার্ডের মধ্যে 10 টিতে বিজেপি এগিয়ে থেকেছে। যার কারণে এখন হতাশা গ্রাস করেছে শাসক শিবিরকে।

আর তাইতো এখন সেই অনুষ্ঠান বাতিল করে পরে সমাপ্তি অনুষ্ঠান করা হবে বলে দায় এড়াতে চাইছে পুর কর্তৃপক্ষ। কিন্তু যেখানে স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী খেলা, মেলা, উৎসব নিয়ে ব্যস্ত থাকেন বলে অভিযোগ বিরোধীদের, সেখানে কেন হঠাৎ উয়সব বাতিল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পুরপ্রধান বিভাস ঘোষ বলেন, “এখনই পুরসভা সাধ্য শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠান করা হবে না। সমাপ্তি অনুষ্ঠানে ঘটা করে করব।” কিন্তু যেখানে উদ্বোধনই হচ্ছে না, সেখানে সমাপ্তি অনুষ্ঠানে এত জোর দেওয়া হবে কেন! এদিন এই প্রসঙ্গে শহর তৃণমূল সভাপতি অরুণ মন্ডল বলেন, “কাউন্সিলার সহ সকলেই সাংগঠনিক কাজে ব্যস্ত রয়েছে। তাই এখন অনুষ্ঠানের কোনরূপ পরিকল্পনা নেই।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এতদিন এই খেলা মেলা উৎসব করে বিপদ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর তাইতো এখন ভোটে হারের পর কাজেই বেশি জোর দিতে চাইছে শাসক দল। আর তাইতো চাপে পড়ে এখন সাধারণ মানুষের জনাদেশ নিজেদের পক্ষে আনতে ঘাটাল পুরসভার বর্ষপূর্তি অনুষ্ঠানকে বাতিল করে দেওয়ার চিন্তাভাবনা করছেন তারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!