এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বন্দুক নিয়ে দাদাগিরি, তৃণমূল নেতাকে গ্রেপ্তার পুলিশের !

বন্দুক নিয়ে দাদাগিরি, তৃণমূল নেতাকে গ্রেপ্তার পুলিশের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এলাকা। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের ডোমকলে এক তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। যার ফলে বিন্দুমাত্র দেরি না করে সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

সূত্রের খবর, এদিন মুর্শিদাবাদের ডোমকলে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। যেখানে চার দুষ্কৃতিকে ধাওয়া করে পুলিশ। আর সেখানেই এক তৃণমূল নেতার কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র। তড়িঘড়ি সেই শাসক দলের নেতাকে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হয়। অনেকে বলছেন, বিরোধীদের দাবি তাহলে সত্যি হয়ে গেল। কারণ বিরোধীরা বারবার করে বলেছে, তৃণমূল ভয় দেখিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে বিরোধীদের চোখ রাঙাতে চাইছে। আর ডোমকলের ঘটনা বিরোধীদের সেই দাবিতে সীলমোহর দিন বলেই মনে করছেন একাংশ।

তবে অনেকে আবার বলছেন, পুলিশের এই পদক্ষেপ অত্যন্ত সাধুবাদযোগ্য। যদি নিরপেক্ষভাবে পুলিশ কাজ করে এবং এভাবেই অন্যায় কাজকে আটকাতে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে রাজ্যে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ডোমকলের ঘটনার মতোই রাজ্যে নির্বাচন চলাকালীন প্রত্যেকটি অন্যায় মূলক ঘটনায় রং না দেখে পুলিশ পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!