এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “সমাজসেবার জন্যই সিভিক ভলেন্টিয়ার” লাঠি হাতে দেখা যেতেই আজব যুক্তি কুনালের!

“সমাজসেবার জন্যই সিভিক ভলেন্টিয়ার” লাঠি হাতে দেখা যেতেই আজব যুক্তি কুনালের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে একের পর এক জায়গায় মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হতে শুরু করেছে পরিস্থিতি। যেখানে পুলিশের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের সেই পরিস্থিতি সামাল দিতে দেখা যাচ্ছে। তবে অনেকদিন আগেই আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনোমতেই আইন শৃঙ্খলা জনিত কাজে সিভিক ভলেন্টিয়ারদের লাগানো যাবে না। কিন্তু তারপরেও নির্বাচনের মত গুরুত্বপূর্ণ কাজে সেই সিভিক ভলেন্টিয়ারদের উপস্থিতি নিয়ে বিরোধীদের পক্ষ থেকে তোলা হয়েছে প্রশ্ন। আর এই পরিস্থিতিতে অন্য এক যুক্তি সামনে এনে সকলকে চমকে দিলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তার দাবি, বাম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে ইট পাথর ছোড়া হচ্ছিল। তাই সেই সময় মানুষকে বাঁচাতে এবং সমাজসেবা করতেই সিভিক ভলেন্টিয়াররা ছিল।

প্রসঙ্গত, এদিন মুর্শিদাবাদের ডোমকলে একটি অশান্তির ঘটনায় পুলিশের সঙ্গে ময়দানে নামতে দেখা যায় সিভিক ভলেন্টিয়ারকে। যেখানে লাঠি হাতে একাধিক সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে এই ব্যাপারে এক আশ্চর্য যুক্তি সামনে এনেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “সিভিক ভলেন্টিয়াররা ওখানে সমাজসেবা করার জন্য ছিল। ওই অফিসে অনেক বৃদ্ধ মানুষ আসেন, অন্য পরিষেবার জন্য মানুষ আসে। সেখানে অশান্তির সৃষ্টি হলে তারা তো মানুষের পাশে থাকবেই। তারা একটু গরমকালে মানুষকে জল দিয়ে সাহায্য করবে। আর বাম, কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে ইট পাথর ছোড়া হচ্ছিল। তাই তারা সেখানে সমাজসেবা করবার জন্য ছিল।”

তবে কুনাল ঘোষের এই আশ্চর্য যুক্তি দেখে রীতিমতো হতবাক বিরোধীরা। তাদের পাল্টা প্রশ্ন, এই সমাজসেবা কি শুধুমাত্র তৃণমূলের জন্য! তৃণমূলকে সুবিধা করে দিতেই কি আদালতের নির্দেশকে উপেক্ষা করে সিভিক ভলেন্টিয়ারদের পথে নামানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে! আগামী দিনে যদি এভাবেই সিভিকদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়, তাহলে যে তা নিয়ে আবার আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারে বিরোধীরা, সেই ব্যাপারে এক প্রকার নিশ্চিত ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!