এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী বিরোধী জোট কতটা কার্যকর করতে পারবেন মমতা ব্যানার্জ্জী? বিরোধী ঐক্য নিয়ে থাকছে প্রশ্ন

মোদী বিরোধী জোট কতটা কার্যকর করতে পারবেন মমতা ব্যানার্জ্জী? বিরোধী ঐক্য নিয়ে থাকছে প্রশ্ন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত নরেন্দ্র মোদি সরকারের অবসান করতে উঠে পড়ে লেগেছেন। আর তার জন্য 24 এর লোকসভা নির্বাচন জেতা এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয়। কিন্তু তৃণমূল একা চাইলে নরেন্দ্র মোদি সরকারের পতন করা কার্যত অসম্ভব। তাই সেক্ষেত্রে প্রয়োজন দেশের সমস্ত বিরোধী শক্তির একজোট হওয়া। আর সেই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এক সপ্তাহ দিল্লি কাটিয়ে আসলেন, তা নিয়ে কোন সন্দেহ নেই। এই মুহূর্তে বিরোধী জোট এখনো পর্যন্ত খাতায় কলমে তৈরি হয়নি।

কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের দিল্লি সফরে একদিকে যেমন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, ঠিক সেভাবেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। তা সত্ত্বেও বিরোধী ঐক্য নিয়ে তৃণমূল নেত্রী এখনো পর্যন্ত আত্মবিশ্বাসী সুরে কিছু বলতে পারেননি। আর সেখান থেকেই মনে হচ্ছে, এখনো বিরোধীদের মধ্যে কোথাও না কোথাও সমস্যা থেকে যাচ্ছে। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় 2024 এর লড়াইতে বিজেপিকে হারাতে যে বিরোধীদের একজোট হতে হবে, সেই বার্তাই দিয়ে আসছেন। কিন্তু সেক্ষেত্রে কংগ্রেস কতটা এগোতে পারবে, তা নিয়ে এখন থেকেই সন্দেহ প্রকাশ করছেন রাজনৈতিক মহলের অনেকেই।

জাতীয় রাজনীতিতে কংগ্রেস যতই এই মুহূর্তে পিছনে থাকুক না কেন, তাঁকে ছাড়া যে মোদি সরকারের বিরুদ্ধে লড়াই করা অসম্ভব সে কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রশান্ত কিশোর। আর তাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইছেন কংগ্রেসকে সামনে রেখে লড়াই করতে। অন্যদিকে গত লোকসভা নির্বাচনের পর কংগ্রেস প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। একুশে নির্বাচনে বাংলাতে একটিও ভোট পায়নি কংগ্রেস। সেক্ষেত্রে যদি কংগ্রেস সামনে থাকে বিজেপির বিরুদ্ধে লড়াইতে, তাহলে বিজেপির জন্য সুবিধা হয়ে যেতে পারে বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের। অন্যদিকে আবার কেজরিওয়াল এবং কংগ্রেস নিজেরা কতটা কাছাকাছি আসতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বিরোধী ঐক্যে যখন কংগ্রেসকে নিয়ে প্রশ্ন উঠছে, তখন আবার প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদান করার জল্পনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ প্রশান্ত কিশোর যদি কংগ্রেসে যোগদান করেন, তাহলে খুব স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধী ঐক্যের ক্ষেত্রে কংগ্রেস প্রধান মুখ হিসেবে উঠে আসতে চাইবে। সেক্ষেত্রে যদি প্রশান্ত কিশোর কংগ্রেসে থেকে মোদী বিরোধী হিসাবে প্রধান মুখ হয়ে উঠতে থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি কোন সমস্যাই হবেনা? কার্যত বিশেষজ্ঞদের মতে, এরকম যদি হয় তাহলে জাতীয় রাজনীতিতে কিন্তু কিছুটা হলেও পিছিয়ে পড়বে তৃণমূল। জাতীয় রাজনীতিতে বিজেপি বিরোধী নেতৃত্বের হাল যে ধরবে, তারাই ফ্রন্টফুটে চলে আসবে। এবং আগামী দিনে প্রধানমন্ত্রীর জায়গাও নেবে তাঁরা।

আবার কংগ্রেস যদি এক্ষেত্রে সবার সামনে থাকে, তাহলে বহু আঞ্চলিক দলের গুরুত্ব কমবে। এদিকে কংগ্রেসকে বিজেপি বিরোধী ঐক্যে সামিল না করা হলে আঞ্চলিক দলগুলো বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যথেষ্ট শক্তি অর্জন করতে পারবেনা। সব মিলিয়ে এখন বিরোধী ঐক্য একাধিক প্রশ্নের মুখে। বিজেপি বিরোধিতার নেতৃত্বে কে থাকবেন এখন সেটাই হয়ে উঠেছে সবথেকে বড় প্রশ্ন। কার্যত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনি একজন কর্মী হিসেবে বিরোধী ঐক্যে সামিল হবেন। তবে এখানেও বিশেষজ্ঞরা মনে করছেন, রাজনৈতিক কৌশল নিয়েছেন তৃণমূল নেত্রী। আপাতত সর্বভারতীয় রাজনীতিতে মোদি বনাম বিরোধী যুদ্ধ কতটা কার্যকর হবে, তা সময় বলবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!