এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্য নির্বাচন কমিশনকে বড়সড় চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি

রাজ্য নির্বাচন কমিশনকে বড়সড় চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি


মনোনয়নপত্র পেশ করতে না পারা প্রার্থীদের মনোনয়নপত্র পেশ করতে দেওয়ার দাবিতে বিজেপির পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আপিল করা হয়েছে। আজ দুপুরের দিকে এই আপিলের শুনানি হওয়ার প্রবল সম্ভবনা। উল্লেখ্য গতকাল সুপ্রিম কোর্টে বিজেপির করা আবেদনের রায় দান হয়। সেখানে বিজেপি স্বাভাবিক নিয়মেই পরাজিত হয়।বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির পরেও তা বাতিল করার সিদ্ধান্ত হাইকোর্টের নজরে আনা হবে বলে জানা গিয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রসঙ্গত উল্লেখ্য বিজেপির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে মনোনয়ন পেশে সময় বৃদ্ধি , প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য আবেদন করা হয়েছিলো। দাবি করা হয়েছিলো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ও । এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিলো গোটা বিষয়টি যাতে রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতাধীন থাকে সেদিক টা পর্যালোচনা করার জন্যে। এর আগে প্রদেশ কংগ্রেসও পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে গিয়েছিল। সওয়াল করেছিলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তিনি রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের রায় না মানার ও অভিযোগ জানান । কিন্তু দেখা যায় আদালতের রায় দানের পরেও মুর্শিদাবাদ-সহ রাজ্যের একাধিক জায়গায় মনোনয়ন পেশে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগ দায়ের করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!