এখন পড়ছেন
হোম > জাতীয় > বিপর্যস্ত কেরালাকে দেখে স্থির থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী, নিজের তহবিল থেকে বিশেষ সাহায্য

বিপর্যস্ত কেরালাকে দেখে স্থির থাকতে পারলেন না মুখ্যমন্ত্রী, নিজের তহবিল থেকে বিশেষ সাহায্য

প্রকৃতির রুদ্ররোষে নাজেহাল কেরল। এক টানা বৃষ্টির দাপটে কেরলের ১২টি জেলাতে রেড অ্যালার্ট জারী হয়েছে। ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মৃতের সংখ্যা। এখনও অবধি ঐ রাজ্যের মৃতের সংখ্যা ৩৫৭ জন বলে জানা গিয়েছে। এছাড়াও সেখানে ৩০০ জনেরও বেশি মানুষ ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে।

তাই সবদিক বিবেচনা করেই প্রাকৃতিক দুর্যোগে দুর্ভাগ্যপীড়িত কেরল রাজ্যের পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বন্যা কবলিত কেরলকে ১০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন। স্বভাবত এইভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করলেন দুঃসময়ে থাকা মানুষজনকে দলমত নির্বিশেষে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাঁর সরকার।

উল্লেখ্য বর্তমানে কেরলে এলডিএফ সরকার। রাজনৈতিক সমালোচকেরা অবশ্য মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পিছনে কোনো রাজনৈতিক কূটনৈতিক চাল আছে বলে মনে করেছেন না। রবিবার সোস্যাল মিডিয়ায় ট্যুইট করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেরলের জনগণের জন্য ১০ কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখলেন,’‌কেরলের মানুষ খুবই বিপদে রয়েছে। এহেন অবস্থায় সবরকম সাহায্য করতে আমরা প্রস্তুত। বিপর্যয় মোকাবিলা করতে সবরকমের সাহায্য করতেই প্রস্তুত রয়েছি আমরা। কেরলে আমার ভাই-বোনেরা দ্রুত এই সমস্যার মোকাবিলা করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আমরা ওদের পাশে রয়েছি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১০ কোটি টাকা সাহায্য করা হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে।’‌

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!