এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা নিয়ে আতঙ্ক লাফিয়ে বাড়লেও, এবার বড়সড় আশার আলো দেখালেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

করোনা নিয়ে আতঙ্ক লাফিয়ে বাড়লেও, এবার বড়সড় আশার আলো দেখালেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যত দিন যাচ্ছে, ততই করোনা ভাইরাস মারাত্মক আকার ধারণ করছে। হেভিওয়েট রাজনীতিবিদ থেকে শুরু করে মন্ত্রী, সকলের শরীরে এখনই ভাইরাস বাসা বাঁধতে শুরু করেছে। সম্প্রতি দিল্লির পরিস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন দিল্লি সরকারের উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়া। যেখানে তিনি জানিয়েছিলেন, জুনের শুরুতে করোনা সংক্রমণ 5.5 লক্ষ ছাড়িয়ে যাবে। তবে এবার দিল্লির সরকারের উপ মুখ্যমন্ত্রীর সেই দাবিকে কার্যত নস্যাৎ করে দিয়ে করোনা নিয়ে কিছুটা সুখবর শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সূত্রের খবর, সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেন্দ্র এবং দিল্লি সরকার রাজধানীতে করোনা সংক্রমণকে আটকাতে নানা চেষ্টা চালাচ্ছে। ভাইরাসকে লাগাম টানতে বিভিন্ন স্তরে সহযোগিতার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হয়েছে।” আর এরপরই দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে যে উষ্মা প্রকাশ করেছিলেন, তা সম্পূর্ণরূপে খণ্ডন করেন অমিত শাহ। তিনি বলেন, “জুনের দ্বিতীয় সপ্তাহে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী বলেছিলেন, জুলাইয়ের 31 তারিখের মধ্যে 5.5 লক্ষ্য সংক্রমণ পেরিয়ে যাবে। কোনো জায়গা খালি নেই। বিছানা নেই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরেই তিনি বলেন, “পরিস্থিতি খারাপ হতে চলেছে দিল্লিতে। সংখ্যার উপর ভিত্তি করে তিনি এই কথা বলেছিলেন। পরিসংখ্যান নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তবে ভয় হচ্ছে, যেহেতু দিল্লির বাইরে থেকে অনেক মানুষ ভিড় জমাচ্ছে।” বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি সরকারের উপমুখ্যমন্ত্রী করোনাকে নিয়ে একটি সংখ্যার কথা বলে আতঙ্ক সৃষ্টি করলেও, তা যে বাস্তব পরিস্থিতি নয়, এদিন সাক্ষাৎকারের মধ্যে দিয়ে এই মন্তব্য করে সেকথাই বোঝাতে চাইলেন অমিত শাহ বলে মনে করছে একাংশ। তবে দিল্লির পরিস্থিতি যে খুব একটা সন্তোষজনক নয়, তাও কার্যত পরিষ্কার।

একাংশের ধারণা, গত কয়েক সপ্তাহে করোনা সংক্রমণ দিল্লির কাছে উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে‌। পরিস্থিতি সামাল দিতে লাগাতার টেস্ট একমাত্র বাঁচার প্রধান উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এমতাবস্তায় ভারতবর্ষের রাজধানী যাতে করোনাতে ছেয়ে না যায়, তার জন্য ইতিমধ্যেই যেমন পদক্ষেপ নিতে শুরু করেছে দিল্লি সরকার, ঠিক তেমনই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। আর সেকথা তুলে ধরে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!