এখন পড়ছেন
হোম > জাতীয় > ভারত-চীন যুদ্ধের আবহে এবার প্রধানমন্ত্রী মোদীকে বড়সড় ‘পরামর্শ’ অধীর চৌধুরীর! বাড়ছে উত্তাপ!

ভারত-চীন যুদ্ধের আবহে এবার প্রধানমন্ত্রী মোদীকে বড়সড় ‘পরামর্শ’ অধীর চৌধুরীর! বাড়ছে উত্তাপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2014 সালে ক্ষমতায় আসার পর থেকেই “মন কি বাত” অনুষ্ঠানের মধ্যে দিয়ে জনসাধারণের কাছে নিজের বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কাজ অপেক্ষা বেশি ভাষণ দেওয়া হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। বর্তমানে করোনা পরিস্থিতি, ভারত-চীন সংঘর্ষ, নানা দিক দিয়ে বিধ্বস্ত ভারতবর্ষ। চীন-ভারত সংঘর্ষে ভারতের প্রায় কুড়ি জন জওয়ানের মৃত্যুর পর চীনের বিরুদ্ধে বদলা নেওয়ার কথা শোনা যাচ্ছে ভারতবাসীর গলায়।

সরকারের কাছে তারা আবেদন করছেন, এবার যেন চীনকে ছেড়ে দেওয়া না হয়। আর এই পরিস্থিতিতে রবিবার “মন কি বাত” অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারত শত্রুকে উপযুক্ত জবাব দিতে জানে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর “মন কি বাতের” অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বললেও, বাস্তবে তেমন কিছু না হওয়ায় এবার তার এই অনুষ্ঠানের অন্য নাম দিয়ে তা করার পরামর্শ দিলেন লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। সূত্রের খবর, রবিবার প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন অধীরবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “অন্তত একবার মন কি বাত অনুষ্ঠানের বদলে “লাদাখ কি বাত” অনুষ্ঠান করা যেতেই পারে! বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ তাই চান।” শুধু তাই নয়, এদিন বেশ কিছু বিষয়ে প্রশ্ন করে কেন্দ্রের বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলে দেন বহরমপুরের কংগ্রেস সাংসদ। তিনি বলেন, “কেন লাদাখের গালওয়ান উপত্যকায় কুড়িজন ভারতীয় জওয়ানের নির্মম অত্যাচারের পরেও প্রধানমন্ত্রী শান্ত রয়েছেন? কেন এই ঘটনার পরে একবারও জনসমক্ষে বক্তব্য রাখতে গিয়ে তিনি চীনের নাম উথ্থাপন করেননি!”

আর তারপরই প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলে দিয়ে “মন কি বাত” এর বদলে একবার “লাদাখ কি বাত” অনুষ্ঠান করা উচিত বলে জানান অধীর চৌধুরী। তিনি বলেন, “নরেন্দ্র মোদীজি অন্তত একবারের জন্য “মন কি বাত” অনুষ্ঠানের বদলে “লাদাখ কি বাত” করুন। চীন ভারতের মাটিতে অনুপ্রবেশ করার পর জায়গা দখল করলেও আপনার কোনো বক্তব্যে তাদের নাম করলেন না কেন? এই পরিস্থিতির মধ্যেও কেন আপনি চীন সম্পর্কে চুপ রয়েছেন!” বিশেষজ্ঞরা বলছেন, ভারত-চীন সংঘর্ষের পর চীনের বিরুদ্ধে তেমনভাবে বদলা নেয়নি ভারত।

আর এই পরিস্থিতিতে জনমানসে ভারত সরকারের ভাবমূর্তি আরও খারাপ করতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অর্থাৎ তিনি এই কথাগুলো করে বোঝানোর চেষ্টা করলেন যে, এখনও পর্যন্ত ভারত সরকার চীনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিল না। যা সত্যি দুর্ভাগ্যজনক। তবে অধীরবাবু গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিলেও, মানুষের মনে তা কতটা গ্রহণযোগ্য হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!