এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আনলক পর্বে কি এবার বাঁধ ভাঙছে? রাজ্য জুড়ে করোনার গ্রাফ রেকর্ড বৃদ্ধি পেতেই তীব্র আতঙ্ক!

আনলক পর্বে কি এবার বাঁধ ভাঙছে? রাজ্য জুড়ে করোনার গ্রাফ রেকর্ড বৃদ্ধি পেতেই তীব্র আতঙ্ক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্যের মানুষের আতঙ্ক বাড়িয়ে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতির হাল রীতিমত চরমে উঠেছে বলে জানা যাচ্ছে। প্রায় প্রতিদিন রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোনের সংখ্যাও। এতদিন যে এলাকাগুলি বিপদসীমার বাইরে ছিল, সেগুলিও বর্তমানে চলে এসেছে রেড জোনে। অন্যদিকে মনে করা হচ্ছে, রাজ্যের করোনা আক্রান্তের ঊর্ধ্বমুখী হার রীতিমতো রক্তচাপ বাড়াচ্ছে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তাদের।

বর্তমানে দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে প্রত্যেকদিনই প্রায় পাঁচশোর বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। যদিও সূত্রের খবর, রাজ্যের করোনা আক্রান্তের সুস্থতার হার আগের তুলনায় বেড়েছে। কিন্তু তাতে স্বস্তি নেই রাজ্য সরকারের। কারণ কোন পরিস্থিতিতেই করোনা সংক্রমণকে ঠেকানো যাচ্ছে না। এবং আশঙ্কাকে সত্যি করে রবিবার রাজ্যের করোনা আক্রান্তের সংখ্যা অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিল বলে জানা যাচ্ছে। স্বাস্থ্য দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে, গত 24 ঘণ্টায় নতুন করে 572 জন আক্রান্ত হয়েছেন করোনায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত যা রেকর্ড পশ্চিমবঙ্গ রাজ্যে। এই মুহূর্তে রাজ্যের মোট করোনা আক্রান্তের সংখ্যা 17 হাজার ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। শুধু কলকাতাতেই দেখা যাচ্ছে, একদিনে 171 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সূত্রের খবর, রাজধানী কলকাতাতেই শুধুমাত্র করোনা সংক্রামিতের সংখ্যা মিলেছে 5573 জন। তবে জানা যাচ্ছে, এবার ছবিটা ধীরে ধীরে হলেও পাল্টাচ্ছে। সংক্রামিতের সংখ্যার থেকে পাল্লা দিয়ে বেড়ে উঠছে রাজ্যের করোনায় সুস্থতার পরিমাণ। কিন্তু তা অত্যন্ত ধীরগতিতে হচ্ছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে রাজ্যের বিরোধী দলের দাবি, করোনা পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ রাজ্য সরকার। তবে বিশেষজ্ঞদের মতে, আনলক ওয়ান শুরু হওয়ার পর থেকেই রাজ্যের পরিস্থিতি আরো দ্রুত খারাপ হয়েছে। কারণ খুব স্বাভাবিকভাবেই পথে নেমেছে সাধারণ মানুষ। এই অবস্থায় বিপদসীমা মেনে রাস্তাঘাটে চলাচল করা খুবই মুশকিল ব্যাপার। অতএব খুব স্বাভাবিকভাবেই সংক্রমণের হার বেড়েছে। আপাতত পরিস্থিতি আয়ত্তে আনতে রাজ্য সরকার নতুন কি ব্যবস্থা গ্রহণ করবে, এখন সে দিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!