এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > আনলক পর্ব শুরু হতেই স্বমহিমায় অর্জুন সিং, নিজের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে ঘুম ওড়ালেন তৃণমূলের

আনলক পর্ব শুরু হতেই স্বমহিমায় অর্জুন সিং, নিজের গড়ে বড়সড় ভাঙন ধরিয়ে ঘুম ওড়ালেন তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মাঝে বেশ কিছুদিন লকডাউনের কারণে গেরুয়া শিবিরের সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ ছিল। এমনকি দীর্ঘদিন ধরে তেমনভাবে রাজ্যে দলবদলে কোনো অনুষ্ঠান হতেও দেখা যায়নি। লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গিয়েছিল। কিন্তু মাঝে তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় – বিজেপির গতি কি বাংলায় স্তব্ধ হয়ে গেল, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন।

তবে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই এখন ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। আর মাঠে নেমেই যোগদান পর্বের দিকে নজর দিয়ে রীতিমত তৃণমূলকে ঘোল খাইয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সূত্রের খবর, এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের হাত ধরে প্রচুর তৃণমূল নেতাকর্মী যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। জানা গেছে, এদিন তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের 17 নম্বর গ্রাম সংসদ এলাকা থেকে মোট 40 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাদের হাতে গেরুয়া শিবিরের পতাকা তুলে দেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কিন্তু হঠাৎ যেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের দলের ভাবমূর্তি বিধানসভা নির্বাচনের জন্য এগিয়ে যেতে চাইছে, তখন কেন তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন? এদিন এই প্রসঙ্গে দলবদলকারীদের বক্তব্য, “সরকার সাধারণ মানুষের পাশে কোনো ভাবে দাঁড়ায়নি। আমপানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কাজ করেনি। আমরা বিজেপিকে ভালোবাসি। আগে তেমনভাবে কাজের সুযোগ পাইনি।”

দলবদলকারীদের আরও বক্তব্য, “আর আমরা সাংসদের সঙ্গে কাজ করতে চাই। তাই বিজেপিতে যোগ দিলাম।” এদিকে বিপুল মাত্রায় তৃণমূল ভেঙ্গে বিজেপিতে যোগদান করিয়ে তৃনমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি বলেন, “আমরা এদের দলে নিয়েছি। আগামী দিনে দল আরও ভালোভাবে সংঘটিত হবে এবং বাংলায় যে অত্যাচার চলছে, তা বন্ধ হবে।” রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এখন বিজেপি তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, স্বজনপোষন নিয়ে সোচ্চার হয়ে বাংলার মানুষের মনে দাগ কাটতে চাইছে।

লকডাউনের এই পরিস্থিতি কিছুটা শিথিল হতে না হতেই তাই তারা ময়দানে নেমে এখন তৃণমূলের ঘর ভাঙতে উদ্যোগী। সেদিক থেকে যেভাবে ব্যারাকপুরের মাটি সবুজ করতে চেষ্টা করছেন জ্যোতিপ্রিয় মল্লিকরা, সেই চেষ্টাতে কার্যত জল ঢেলে দিয়ে এদিন প্রচুর নেতাকর্মীকে নিজেদের দলে যোগদান করিয়ে তৃণমূলকে কার্যত কোণঠাসা করে দিলেন বিজেপির অর্জুন সিংহ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, এই দলবদল প্রক্রিয়া কতটা অব্যাহত থাকে এবং শেষ পর্যন্ত কারা এই খেলায় জয়লাভ করে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!