এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট সাংসদের সঙ্গে গোপন বৈঠকে দুই প্রভাবশালী তৃণমূল নেতা! বিজেপি যোগের জল্পনা তুঙ্গে!

হেভিওয়েট সাংসদের সঙ্গে গোপন বৈঠকে দুই প্রভাবশালী তৃণমূল নেতা! বিজেপি যোগের জল্পনা তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে তৃণমূলের সঙ্গে ভারতীয় জনতা পার্টির সেয়ানে সেয়ানে টক্কর চলছে। দুই দলের মধ্যেকার শত্রুতা যেন অহি-নকুল সম্পর্ককেও পেছনে ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবেই এমন একটা পরিস্থিতিতে যদি শাসক দলের কোনো নেতা বিরোধী দল বিজেপির কোনো হেভিওয়েট সাংসদদের সঙ্গে আলোচনা করেন, তাহলে তা নিঃসন্দেহে রাজ্য রাজনীতিতে গুঞ্জন তৈরি করে। আর এবার সেই গুঞ্জনেরই সৃষ্টি হল বাংলায়।

সূত্রের খবর, শনিবার মাল পৌরসভার তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলার চালসার একটি হোটেলে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করেন। যা নিয়ে এখন ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে কোচবিহার জেলা রাজনীতিতে। হঠাৎ করেই কেন তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলর বিজেপির নিশীথ প্রামাণিকের সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।

বর্তমান পরিস্থিতিতে যখন একে অপরের বিরুদ্ধে সরব হচ্ছে, তখন নিজের দলের অস্বস্তি বাড়িয়ে দিয়ে তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতার বিজেপি সাংসদের সঙ্গে যোগাযোগ তৃণমূলকে যে ব্যাপক চিন্তায় রাখছে, তা বলার অপেক্ষা রাখে না। তাহলে কি তৃনমূলের এই বিদায়ী কাউন্সিলাররা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছেন? আর তাই তারা গোপনে কোচবিহারের বিজেপির সংসদের সঙ্গে আলোচনা সেরে রাখলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, যে দুইজন তৃণমূলের বিদায়ী কাউন্সিলার বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করেছেন, তাদের সঙ্গে এই পৌরসভার চেয়ারম্যানের বেশ কিছুদিন ধরেই ব্যাপক দূরত্ব তৈরি হয়েছিল। তাদের অভিযোগ ছিল, তাদের সঙ্গে দল দুর্ব্যবহার করছে। আর এরপরই এই দুই তৃণমূল নেতা দাবি করেন, বিজেপি নেতারা তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন। তবে এবার আর মুখের কথা নয়, সরাসরি কোচবিহারের বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করে তাদের দলবদলে জল্পনাকে প্রবলভাবে বাড়িয়ে দিলেন।

তবে গোটা বিষয়টি নিয়ে তৃণমূল যে একেবারেই ভাবিত নয়, তা স্পষ্ট করেছেন মাল পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা হেভিওয়েট তৃণমূল নেতা স্বপন সাহা। এদিন তিনি বলেন, “ওরা প্রকাশ্যেই বলতে পারতেন। এতে দলের কোনো আপত্তি নেই। আসন্ন পৌরভোটে দল ওদের টিকিট দেবে না। সেই কারণে বিজেপিতে যাওয়ার জন্য মুখিয়ে আছেন। ওরা দলে থেকে ক্রমাগত দল বিরোধী কাজ করে যাচ্ছে। তাদের এমন আচরণে দলের লাভের পরিবর্তে বদনাম হচ্ছে।”

তবে কোচবিহারের বিজেপির সাংসদের সঙ্গে যেভাবে মাল পৌরসভার দুই তৃণমূল কাউন্সিলর যোগাযোগ করলেন, তাতে কি তারা বিজেপিতে যোগ দেবেন? এদিন এই প্রসঙ্গে মাল বিধানসভার বিজেপির পর্যবেক্ষক মঙ্গল ওরাও বলেন, “আমাদের সাংসদ নিশীথবাবুর সঙ্গে কয়েক জন প্রাক্তন কাউন্সিলরের শনিবার বৈঠক হয়েছে। আমরা ওদের স্বাগত জানিয়েছে। ওই দুজন বাদ দিয়ে পৌরসভায় আরো কিছু কাউন্সিলার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা আগামী দিনে মাল পৌরসভা দখল করব। আমরা আশাবাদী, জনগণের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকবে।”

আর বিজেপি নেতার এই দাবি থেকেই কার্যত স্পষ্ট যে, বিজেপি এবার খেলা ঘোরাতে শুরু করেছে। তারা চেষ্টা করছে, তৃণমূলের হেভিওয়েট কাউন্সিলারদের ভাঙিয়ে এনে আগামী বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে আরও কোণঠাসা করতে। তাই মাল পৌরসভার তৃণমূলের দুই বিদায়ী কাউন্সিলার বিজেপি সাংসদের সঙ্গে বৈঠক করাতেই এই দুই কাউন্সিলর যে বিজেপিতে যোগ দিচ্ছেন এবং তা যে শুধু সময়ের অপেক্ষা তাতে নিশ্চিত রাজনৈতিক মহল। তবে তৃণমূলের এই দুই নেতার পাশাপাশি আরও অনেক নেতাকে বিজেপি তাদের দলে আনতে সক্ষম হয় কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!