এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বরাষ্ট্রমন্ত্রকে বাংলার হিংসা নিয়ে বিস্ফোরক তথ্য, চাপে পড়তেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তৃণমূলের!

স্বরাষ্ট্রমন্ত্রকে বাংলার হিংসা নিয়ে বিস্ফোরক তথ্য, চাপে পড়তেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তৃণমূলের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছিল হিংসা। যে ঘটনাকে হাতিয়ার করে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছিল ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যে ক্যাম্প গঠন করে ভোটের ফলাফলের পর যারা আক্রান্ত হয়েছেন, তাদের বক্তব্য শুনেছে। আর তার মাঝেই ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট জমা পড়ল। জানা গেছে, নাগরিক সমাজের একটি প্রতিনিধি দল এই রিপোর্ট জমা দিয়েছে। যেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। মূলত, পরিকল্পনা করেই এই হিংসার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করা হয়েছে সেই রিপোর্টে।

স্বাভাবিকভাবেই এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জামা পড়ার সাথে সাথেই ক্রমাগত চাপ বাড়তে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ওপর। নাগরিক সমাজের প্রতিনিধি দলের এই রিপোর্টকে হাতিয়ার করে আগামী দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসকে আরও চাপে ফেলে দিতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও বা এই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছে যাওয়ার পরেই এর পেছনে বিজেপির পরিকল্পনা রয়েছে বলে দাবি করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

অর্থাৎ এই রিপোর্ট যে কোনোভাবেই নিরপেক্ষ নয়, সেই বিষয়টি এখন নিজেদের যুক্তির মধ্যে দিয়ে উপস্থাপিত করতে শুরু করেছে ঘাসফুল শিবির। স্বভাবতই নাগরিক সমাজের প্রতিনিধি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট পেশ এবং তার বিরোধিতা করে তৃণমূলের সন্দেহ প্রকাশকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে।

সূত্রের খবর, “কল ফর জাস্টিস” নামে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, এই হিংসার ঘটনা কোনোমতেই বিক্ষিপ্ত নয়। বরঞ্চ পরিকল্পনা করে এই হিংসা সংঘঠিত করা হয়েছে। অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে ভোটের পরবর্তী হিংসা নিয়ে বিজেপির সমস্ত অভিযোগ খণ্ডন করে দেওয়া হয়েছিল। যদিও বা নাগরিক সমাজের প্রতিনিধি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট পেশের মধ্যে দিয়ে বিজেপির বক্তব্য উঠে এসেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই কারণেই গোটা বিষয়ে সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেল তৃনমূল কংগ্রেসকে। এদিন এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, “বিজেপির তৈরি করে দেওয়া কমিটির কাছে নিরপেক্ষতা গোড়া থেকেই কেউ আশা করেনি। বিধানসভায় হেরে যাওয়ায় এখন তৃণমূলকে যে কোনো ভাবে হেয় করতে তৎপর রয়েছে বিজেপি। এই রিপোর্ট সেই পরিকল্পনার অংশ।” স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে বাংলার হিংসা নিয়ে উদ্বেগজনক রিপোর্ট জমা পড়ার পরেই তৃণমূল-বিজেপির তরজা শুরু হয়ে গেল রাজ্যজুড়ে।

একাংশ বলছেন, ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের বহু বিজেপি কর্মীরা ঘরছাড়া রয়েছেন। এমনকি এই ঘটনা নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে দেখা গিয়েছে ভারতীয় জনতা পার্টিকে। শুধু তাই নয়, ভোটের ফলাফলের পর যেভাবে রাজ্যে হিংসার ঘটনা বাড়তে শুরু করেছিল। তা নিয়ে সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গেছে রাজ্যপাল জাগদীপ ধনকারকে। যদিও বা বারবার সরকারের পক্ষ থেকে বিরোধী দল থেকে শুরু করে রাজ্যপালের অভিযোগকে সম্পূর্ণরূপে নস্যাৎ করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপর হাইকোর্টের পক্ষ থেকে জাতীয় মানবাধিকার কমিশনকে রাজ্যে এসে গোটা ঘটনা খতিয়ে দেখার সবুজ সঙ্কেত দেওয়া হয়।

আর তারপরেই ব্যাপক চাপে পড়ে যায় রাজ্যের শাসক দল।এবার নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিনিধিদল বাংলার হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করে কার্যত শাসকদলের ঘুম উড়িয়ে দিল। তবে বাংলা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই রিপোর্ট জমা পড়ার সাথে সাথেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ করতে দেখা গেল ঘাসফুল শিবিরকে। অনেকে কটাক্ষ করে বলছেন, হিংসার ঘটনা বাস্তব। তাই এখন তাদের বিরুদ্ধে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা পড়াতেই তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে। কিন্তু এসব করে লাভের লাভ কিছুই হবে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!