এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত প্রধানকে তীব্র হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য

পঞ্চায়েত প্রধানকে তীব্র হেনস্থার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তীব্র চাঞ্চল্য

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিভিন্ন সময় শোনা যায়, বিভিন্ন জায়গায় তৃণমূল নেতারা প্রশাসনিক কর্তাদের ওপর রীতিমতো হম্বিতম্বি করে। যা নিয়ে কার্যত অস্বস্তিতে পড়তে হয় তৃণমূল শিবিরকে। অনেকক্ষেত্রে শাস্তিমূলক ব্যাবস্থা গ্রহণ করা হয়, আবার অনেকক্ষেত্রে কিছুই হয়না। এবারও ঠিক এরকমই একটি ঘটনা ঘটল পূর্ব বর্ধমানে। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার বৈকন্ঠপুর ও নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে রীতিমতো হেনস্থা করেছেন স্থানীয় তৃণমূল নেতা। আর এই ঘটনার ফলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে।

কার্যত পূর্ব বর্ধমান জেলার বৈকন্ঠপুর নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিককে গোপালনগর এলাকার স্থানীয় তৃণমূল নেতা মোজাম্মেল শাহ পঞ্চায়েতে এসে হঠাৎই বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। এমনকি প্রধান কোন মিটিং ডাকলে কেন অন্যান্য পঞ্চায়েত প্রধান সেই মিটিং-এ উপস্থিত থাকেননা, এরকম প্রশ্নও উঠেছে বলে শোনা যাচ্ছে। আর এরফলেই তৃণমূল নেতার সঙ্গে পঞ্চায়েত প্রধানের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা গিয়েছে, ইতিমধ্যেই পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিক বর্ধমান সদর থানায় তৃণমূল নেতা মোজাম্মেল শাহের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে এই ঘটনায় তৃণমূল নেতা মোজাম্মেল শাহ পঞ্চায়েত প্রধান শর্মিলা মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে জানান, এলাকার মানুষজন সঠিকভাবে পরিষেবা পাচ্ছেনা। আর সে কারণেই তিনি পঞ্চায়েত প্রধানের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু প্রধান যথেষ্ট রেগে গিয়ে চেঁচামেচি শুরু করেন। পাশাপাশি মোজাম্মেল শাহ দাবি করেন, পঞ্চায়েত অফিসের সিসিটিভি ফুটেজ দেখলেই সমস্ত তথ্য প্রকাশ পাবে। পাশাপাশি মোজাম্মেল শাহ জানান, প্রধান হিসেবে শর্মিলা মালিকের কোন যোগ্যতা নেই।

এমনকি তৃণমূল নেতা জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় শর্মিলা মালিককে কোন কাজ করতে দেখা যায়নি। তাই প্রধানের অপসারণের দাবি জানিয়েছেন তৃণমূল নেতা মোজাম্মেল শাহ। কার্যত এই নিয়ে শাসক শিবিরে যেমন তীব্র অস্বস্তি শুরু হয়েছে তেমনি এলাকাতেও ব্যাপক চর্চা চলছে। এই ঘটনার পেছনে অনেকেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত করেছেন। আপাতত প্রধানের অভিযোগে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করে তৃণমূল নেতার বিরুদ্ধে, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!