এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত এবার পাল্টা পদক্ষেপ, চাপ কি বাড়ছে রাজ্য বিজেপি সভাপতির?

দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে কার্যত এবার পাল্টা পদক্ষেপ, চাপ কি বাড়ছে রাজ্য বিজেপি সভাপতির?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ শিরোনামে এসেছেন। সম্প্রতি তিনি আবারও একটি বিতর্কিত মন্তব্য করেছেন, আর এবার তাঁর বিতর্কিত মন্তব্যের লক্ষ্য তাঁরই দলের বিধায়ক। সম্প্রতি খড়গপুর গ্রামীণ এলাকায় বন্যা পরিস্থিতি দেখতে যাবার আগে তিনি খড়গপুর সদরে তাঁর পরিচিত এক অসুস্থ বিজেপি কর্মীকে দেখতে যান। কিন্তু তিনি বাইরে বেরোনোর পর তাঁকে এলাকার মানুষজন ঘেরাও করেন এবং কার্যত এলাকার বিধায়কের বিরুদ্ধে নালিশ জানান সাংসদের কাছে। কিন্তু এর পরেই সাংসদ দিলীপ ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন। কার্যত তিনি এলাকার মহিলা কাউন্সিলরকে নিয়ে এমন মন্তব্য করেন, যা থেকে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

পরিস্থিতি এমন জায়গায় গেছে, যেখানে মহিলা কাউন্সিলরের স্বামী যিনি পরিচিত পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি হিসাবে, তিনি রীতিমতন দিলীপ ঘোষের কাছে নিঃশর্ত ক্ষমার দাবি করেছেন। না হলে তিনি দল ছাড়বেন বলে হুঁশিয়ার করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। খড়গপুর শহরের দুই নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর বিজেপির সুখরাজ কৌর। তাঁর স্বামী সুখবীর সিং অটওয়াল আবার পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি। কার্যত দিলীপ ঘোষকে ঘেরাও করে খড়গপুর দু’নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানাতে থাকেন স্থানীয়রা। এলাকার কোনো উন্নয়ন হয়নি বলেও তাঁরা দাবি করেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তারপরেই রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন দিলীপ ঘোষ। তিনি রীতিমত ক্ষুব্ধ হয়ে জানান, কাউন্সিলরের প্রতি যদি কোন অভিযোগ থাকে তাহলে তাঁর বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখা্তে, এমনকি কাউন্সিলরকে প্রয়োজনে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে রাখার বিতর্কিত মন্তব্য করেন তিনি। খুব স্বাভাবিকভাবেই দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা সহ-সভাপতি সুখবীর সিং অটওয়াল । তিনি নিজেও একসময় ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন বলে জানা গিয়েছে। তিনি অভিযোগ করেছেন, তাঁকে বা তাঁর স্ত্রীর সঙ্গে কথা না বলে দিলীপ ঘোষ যেভাবে মন্তব্য করেছেন তা অত্যন্ত নিম্ন রুচির।

কার্যত রাজ্য সভাপতি তথা সাংসদ হয়ে কোন মহিলার বিরুদ্ধে এভাবে মন্তব্য করা কোনমতেই শোভা পায়না। তাই এবার সুখবীর সিং অটওয়াল দাবি করেছেন, তাঁর স্ত্রীর কাছে দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং যদি দিলীপ ঘোষ ক্ষমা না চান, তাহলে দলে থাকবেন কিনা তারা তা নিয়ে চিন্তাভাবনা করবেন। আর এই ঘটনা কার্যত অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের। তবে এখনো পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চাওয়ার ব্যাপার নিয়ে দিলীপ ঘোষের কোন মন্তব্য সামনে আসেনি। কার্যত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন প্রতিক্রিয়াও দেননি তিনি। তবে এই ঘটনা নিয়ে বিতর্ক যে আগামী দিনে বাড়তে চলেছে, তা বলাই বাহুল্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!